ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত রাজকোট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত রাজকোট ছবি:সংগৃহীত

ঢাকা: হঠাৎ করেই জেগে উঠেছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। একের পর এক ম্যাচ আয়োজন করে এবার টেস্ট ম্যাচের জন্যও এগিয়ে রয়েছে মাঠটি।

এ বছরের শেষে স্টেডিয়ামটিতে ভারত বনাম ইংল্যান্ডের একটি টেস্ট ম্যাচ হতে পারে।

 

স্টেডিয়ামটির সেক্রেটারি নিরঞ্জন শাহ জানান, গত বছর মাঠটি টেস্ট আয়োজনের মর্যাদা পায়। আর এখানকার মানুষ লংগার ভার্সনের খেলা দেখতে বেশ আগ্রহী।

চলতি বছর ভারত আটটি টেস্ট খেলবে। অক্টোবরে আসা নিউজিল্যান্ড তিনটি টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে। আর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে বিরাট কোহলিদের।

এ মাঠে এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্য ম্যাচটি খেলে ভারত। তবে বর্তমানে এ মাঠটি স্বাগতিক হিসেবে ব্যবহার করছে আইপিএলের দল গুজরাট লায়ন্স।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।