ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির শতকেও জেতেনি বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
কোহলির শতকেও জেতেনি বেঙ্গালুরু ছবি: সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম শতকের পর হারলো তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলমান আইপিএলের ১৯তম ম্যাচে সুরেশ রায়নার গুজরাট লায়ন্স এ ম্যাচে জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।

 

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর দলপতি কোহলি। নিজেদের ইনিংসে দুই উইকেট হারিয়ে বেঙ্গালুরু ১৮০ রান সংগ্রহ করে। জবাবে, তিন বল হাতে রেখে ৪ উইকেট হারানো গুজরাট জয় তুলে নেয়।

 

বেঙ্গালুরুর হয়ে অসাধারণ শতক হাঁকান কোহলি। এবারের আসরে এটি ছিল দ্বিতীয় শতক। এর আগে দিল্লির প্রোটিয়া ব্যাটসম্যান এই বেঙ্গালুরুর বিপক্ষেই পেয়েছিলেন শতকের দেখা। ওপেনার কোহলি শতক হাঁকাতে ৬৩ বল মোকাবেলা করেন। তার দুর্দান্ত এই ইনিংসে ছিল ১১টি চার আর একটি ছক্কার মার।

আরেক ওপেনার শেন ওয়াটসন ৬ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা এবিডি ভিলিয়ার্স ১৬ বলে ২০ রান করেন। চার নম্বরে নামা লোকেশ রাহুল ৩৫ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন।

১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে গুজরাটের ওপেনার ডোয়াইন স্মিথ ২১ বলে ৩২ রানের দারুণ ইনিংস খেলেন। আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটে ঝড় তুলে ২৪ বলে করেন ৪২ রান। কিউই এই তারকার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। কেন রিচার্ডসনের করা ইনিংসের ষষ্ঠ ওভারে ২৫ রান আসে।

গুজরাটের দলপতি রায়নার ব্যাট থেকে আসে ২৮ রান (২৪ বলে)। দিনেশ কার্তিক দলকে জয়ের দিকে টেনে নিয়ে করেন ৫০ রান। ৩৯ বলে তিনটি চারের সাহায্যে সাজানো ছিল তার অপরাজিত ইনিংসটি। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ১২ রান।

১৯.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট লায়ন্স।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৬
এমআর

** টি-টোয়েন্টিতে কোহলির প্রথম শতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।