ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ হতে যাচ্ছেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
নিষিদ্ধ হতে যাচ্ছেন ইউনিস খান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনিস খানকে তিন থেকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যমগুলো। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে না নেওয়ার অভিযোগে তাকে এমন শাস্তির আওতায় পড়তে হচ্ছে বলে জানা যায়।

 

চলমান পাকিস্তান কাপ ন্যাশনাল ওয়ানডে টুর্নামেন্টে বিতর্কে জড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক ইউনিস খান। ঘরোয়া ওয়ানডে কাপে আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়ান তিনি। পাকিস্তান কাপে আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে টুর্নামেন্টে না খেলেই নিজ শহরে ফিরে যাওয়ায় তিন থেকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

 

খাইবার পাখতুনখাওয়ার অধিনায়ক ইউনিসকে ম্যাচ রেফারি জরিমানা করেন। ম্যাচ রেফারি আজিজ উর রেহমান তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত দিলেও পরে ম্যাচ ফি’র পুরো অর্থই জরিমানা করা হয় সিনিয়র এই ক্রিকেটারকে। দেশটির সিনিয়র খেলোয়াড় হিসেবে ইউনিসের এই ধরনের আচরণ মেনে নিতে পারেনি টুর্নামেন্ট কমিটি। ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউনিসকে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করা হয়।

গত শুক্রবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের দল ফেডারেল অ্যারিয়াস ইসলামাবাদের বিপক্ষে খেলতে নামে ইউনিস খানের দল। তবে ম্যাচে একাধিকবার আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি ইউনিস।

এদিকে ইউনিস চলে যাওয়ায় অধিনায়ক শুন্য হয়ে পড়ে খাইবার দল। দলটির ম্যানেজার মুখতার হোসাইন ইউনিসের পরিবর্তে দলের নতুন অধিনায়ক হিসেবে আহমেদ শেহজাদের নাম ঘোষণা করেছেন।

পিসিবি’র একটি সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তে বাজে মন্তব্য করায় আর ম্যাচ রেফারির অভিযোগের ভিত্তিতে কোনো সুপারিশপত্র জমা না দেওয়ায় সিনিয়র এই ক্রিকেটারের উপর নাখোশ শাহরিয়ার। তিনি রিপোর্ট গুলো পরীক্ষা করে দেখছেন।

সমস্যায় জড়িয়ে পড়ার ঘটনা ইউনিসের এটাই প্রথম নয়। গত মৌসুমে ইউনাইটেড ব্যাংকে খেলার সময় তিনি কোচের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।