ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজ বন্দনায় আমেরিকান দূতাবাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
মুস্তাফিজ বন্দনায় আমেরিকান দূতাবাস ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিয়মিতই চমক উপহার দিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে শক্তিশালী দেশগুলোর ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন।

এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও ছিলেন ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিয়মিতই দেখিয়ে চলেছেন বোলিং জাদু।

 

অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেট মেতেছে মুস্তাফিজের বন্দনায়। কাটার, স্লোয়ারসহ বৈচিত্র্যময় বোলিংয়ে ক্রিকেট বিশ্বের চাহিদা মেটানো এই টাইগার পেসার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এক বছর কাটিয়ে দিয়েছেন।

ক্রিকেট বিশ্বের সঙ্গে মুস্তাফিজ বন্দনায় মেতে উঠতে দেখা যাচ্ছে আমেরিকান দূতাবাসকে। তাদের ভেরিফাইড করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

কাটার এই মাস্টারের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকার আমেরিকান দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের ছবি সহ পোস্ট করে লিখেছে, ‘বাংলাদেশী তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কি অসাধারণভাবেই না পার করলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বছরটি! আইপিএল-এ তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স বিস্মিত করে চলেছে সবাইকে। “টক অব দ্য আইপিএল”-এ পরিণত হয়েছেন তিনি। দেশের মাথা উঁচু করে চলেছেন বিস্ময়কর মুস্তাফিজ! এই অসাধারণ ক্রিকেটারকে কি নাম দেয়া যায়? ‪#‎Magical‬ ‪#‎Magnificent‬ ‪#‎Mysterious‬‪#‎GoTigers‬’

আইপিএলের নবম আসরে প্রথমবারের মতো খেলতে যাওয়া এই কাটার মাস্টার ১৬.৪২ গড়ে আর ৫.৭৫ ইকোনমি রেটে  ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। পুনের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে (২৬ এপ্রিল) মাঠে নামার আগে তিনি দলকে জিতিয়েছেন টানা তিন ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।