ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কলাবাগানকে হারিয়ে দ্বিতীয় জয় দোলেশ্বরের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
কলাবাগানকে হারিয়ে দ্বিতীয় জয় দোলেশ্বরের

ঢাকা: প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রকে ৪ রানে হারিয়েছে তারা।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখলো কলাবাগান।

 

২৮৮ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মেহরাব হোসেনের (জুনিয়র) ৮৬, জসিমউদ্দিনের ৪৫, তাসামুল হক ও তানভির হায়দারের ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রানে থামে কলাবাগান। শেষ তিন বলে তিন ব্যাটসম্যান রান আউট  হলে জয়ের কাছে গিয়েও হার মানে তারা।

রাহাতুল ফেরদৌস নেন তিনটি উইকেট। একটি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা। কলাবাগানের ইনিংসের পাঁচ ব্যাটসম্যান দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাসির হোসেনের ৯৭, ওপেনার ইমতিয়াজ হোসেনের ৭৩ ও অধিনায়ক ফরহাদ রেজার ৪৭ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় প্রাইম দোলেশ্বর।

কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৯ ওভার বল করে ৫০ রান দিয়ে নেন তিনটি উইকেট। এছাড়া আব্দুর রাজ্জাক ও দেওয়ান সাব্বির নেন দুটি করে উইকেট। নিহাদুজ্জামান নিয়েছেন একটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।