ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনিদের বিপক্ষে মাঠে দুর্বোধ্য মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ধোনিদের বিপক্ষে মাঠে দুর্বোধ্য মুস্তাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের ২২তম ম্যাচে নিজেদের মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।   নিজেদের ষষ্ঠ ম্যাচে একাদশে রয়েছেন দলের সেরা বোলার বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

এই কাটার মাস্টার ১৬.৪২ গড়ে আর ৫.৭৫ ইকোনমি রেটে  ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। দলকে জিতিয়েছেন টানা তিন ম্যাচ।

 

মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামার কথা ছিল স্বাগতিকদের। তবে, বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়।

 

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পুনের দলপতি মহেন্দ্র সিং ধোনি।

টানা চতুর্থ জয় পাওয়ার লক্ষ্যে হায়দ্রাবাদ তাকিয়ে থাকবে মুস্তাফিজের দিকে। নিজেদের প্রথম দুটি ম্যাচ হারলেও পরের তিনটি ম্যাচেই দুর্দান্ত জয় পায় দলটি। আর ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খেলা দলটিকে জয় পাইয়ে দেওয়ার আসল কাজটা করে দেন মুস্তাফিজ।

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা পাঁচটি ম্যাচেই দারুণভাবে সফল মুস্তাফিজ। সবশেষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজ যা করেছেন তা এক কথায় ইতিহাস। সে ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৯ রান খরচে ২ উইকেট তুলে নেন মুস্তাফিজ। ‘ম্যাজিকাল স্পেল’ করে ম্যান অব দ্য ম্যাচও হন মুস্তাফিজুর।

এর আগে মুস্তাফিজ বেঙ্গালুরুর বিপক্ষে নিজের আইপিএল অভিষেক ম্যাচেই তুলে নিয়েছিলেন দুটি উইকেট। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে মুস্তাফিজ ফিরিয়ে দেন এবিডি ভিলিয়ার্স আর শেন ওয়াটসনকে। পরের ম্যাচেও উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার। সাকিবের কলকাতার বিপক্ষে হায়দ্রাবাদ দুটি উইকেট তুলে নিলে সেখানে মুস্তাফিজের ছিল একটি উইকেট। ক্যারিবীয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে মাটিতে শুইয়ে দেওয়া দারুণ এক ইয়র্কারে উইকেটটি পেয়েছিলেন তিনি। ৪ ওভারে ২৯ রান খরচ করেন টাইগার এই পেসার।

নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নেমে জয় পাওয়া ম্যাচে মুস্তাফিজ একটি উইকেট দখল করেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে হারদিক পান্ডের স্ট্যাম্প উপরে দেন এই পেসার। গুজরাটের বিপক্ষে মুস্তাফিজ যে বোলিং করেছেন তাতে বিশ্ব ক্রিকেট কাটার এই মাস্টারের প্রসংশায় পঞ্চমুখ হয়েছে। ১০ উইকেটের জয় পাওয়া ম্যাচে মুস্তাফিজ ছিলেন গুজরাটের আতঙ্ক। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় রবীন্দ্র জাদেজার স্ট্যাম্প ভেঙেছিলেন তিনি। দলের সবচেয়ে কিপটে বোলারও ছিলেন মুস্তাফিজ। কাটার, অফ-কাটার আর স্লোয়ারে গুজরাটের ব্যাটসম্যানদের কাছে রীতিমতো দুর্বোধ্য ছিলেন বাংলাদেশের এই পেসার।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, আদিত্য তারে, ইয়ন মর্গান, দীপক হুদা, মইসেস হেনরিকস, নোমান ওঝা (উইকেটরক্ষক), বিপুল শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, আশিষ নেহরা।

রাইজিং পুনে একাদশ: আজিঙ্কা রাহানে, ফাফ ডু প্লেসিস, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল মার্শ, থিসারা পেরেরা, রজত ভাটিয়া, রবিচন্দ্রন অশ্বিন, সৌরভ তিওয়ারি, অশোক ডিন্ডা, মুরুগান অশ্বিন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।