ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
অজিদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার মাটিতে ‍পূর্ণাঙ্গ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলের বোলিং কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। এমনকি, সেপ্টেম্বর-নভেম্বরে প্রোটিয়াদের বিপক্ষে অন্তত একটি সিরিজে হলেও তাকে দেখা যেতে পারে।

অবশ্য, ডোনাল্ডের সঙ্গে চুক্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম মিডিয়া কোম্পানি ‘নিউজ লিমিটেড’র বরাত দিয়ে সিএ’র অফিসিয়াল সংবাদমাধ্যম জানায়, অজিদের সাবেক বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমটের জায়গা পূরণ করবেন ডোনাল্ড, যিনি টি-২০ বিশ্বকাপ শেষে সিএ’র সঙ্গে চুক্তির ইতি টানেন।

শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে অজিরা। পাল্লেকেলেতে আগামী ২৬ জুলাই প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে প্রোটিয়াদের বোলিং কোচের ভূমিকায় ছিলেন ডোনাল্ড। তবে গত বছর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এবার তিনি নিজ দেশের ক্রিকেট বোর্ডকে ভুল প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজে সফল হলে দ. আফ্রিকার বিপক্ষে জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও পিটার সিডলদের নেতৃত্বে থাকতে পারেন কোচ ডোনাল্ড।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।