ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে ছিটকে গেলেন অজি পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
ত্রিদেশীয় সিরিজে ছিটকে গেলেন অজি পেসার জন হ্যাস্টিংস (মাঝে)/ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার পেস বোলার জন হ্যাস্টিংস। তার জায়গায় অজি স্কোয়াডে ডাক পেয়েছেন স্কট বোল্যান্ড।

এ মাসের শুরুতে আইপিএল ছেড়ে দেশে ফেরেন হ্যাস্টিংস। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে অনুশীলন করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান ত্রিশ বছর বয়সী এ ডানহাতি পেসার।

২০১০ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন হ্যাস্টিংস। জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ২০টি ওয়ানডে ও আটটি টি-২০ খেলেছেন। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ১, ২৪, ৫। অন্যদিকে, এ বছরই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা স্কট বোল্যান্ড ছয়টি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচে মাঠে নামেন।

গায়ানায় আগামী ৩ জুন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের পর্দা উঠবে। ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ‍মুখোমুখি হবে অজিরা। ফাইনাল ২৬ জুন।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।