ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রূপগঞ্জকে কঠিন প্রতিপক্ষ মানছে গাজী গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
রূপগঞ্জকে কঠিন প্রতিপক্ষ মানছে গাজী গ্রুপ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাথে টাই করেছে লিজেন্ডস অব রুপগঞ্জ। শেষ বলে তাইজুল ইসলামের ছক্কায় ভিক্টোরিয়ার সমান ৩১৪ রান তুললে টাই হয় ম্যাচটি।

এবার সেই রুপগঞ্জের প্রতিপক্ষ প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ১০৬ রানের দাপুটে জয় তোলা গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায়।  

ম্যাচে নামার আগে রুপগঞ্জকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার (২৭ এপ্রিল) মিরপুরের একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে সালাউদ্দিন বলেন, রুপগঞ্জ ব্যালান্সড একটা দল। সব দিক থেকেই তাদের দলটি ভালো। তবে আমার দলও খারাপ নয়। আশা করি, কাল ভালো একটি ম্যাচই হবে। জয়ের জন্যই নামবে আমার দল।
 
সমীহ করার মতোই দল গড়েছে রুপগঞ্জ। তাদের টপঅর্ডারে আছে সৌম্য সরকার, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ মিঠুন, আসহার জাইদির মতো ব্যাটসম্যান। প্রথম ম্যাচে টেলএন্ডারদের জ্বলে ওঠা নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী করে তুলবে দলটিকে। বোলিংয়ে আবু হায়দার রনি, আলাউদ্দিন বাবু, তাইজুল ইসলাম, মোশাররফ রুবেলরা।
 
দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক অলক কাপালি বলেন, প্রথম ম্যাচে আমরা বড় জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচেও জয়ই লক্ষ্য থাকবে।
 
গাজী গ্রুপের টিম কম্বিনেশনও বেশ সমৃদ্ধ। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গী শামসুর রহমান শুভ। মিডলঅর্ডারে মেহেদি হাসান, সাইদ আনোয়ার (জুনিয়র), অলক কাপালির মতো ব্যাটসম্যান।
বোলিং আক্রমণে ফরহাদ হোসেন, মোহাম্মদ শরিফরা আছেন দলটিতে।
 
দ্বিতীয় রাউন্ডের শেষ দুটি ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রিকেট একাডেমি। দুটি দলই প্রথম ম্যাচে হার মেনেছে। বিকেএসপির ৩ নম্বর মাঠে অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।    

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।