ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষায় তামিম-মাশরাফি-সাব্বির-রিয়াদ-নাসিররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
অপেক্ষায় তামিম-মাশরাফি-সাব্বির-রিয়াদ-নাসিররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে মাঠে নামবে আরও ছয়টি দল। ভিন্ন তিনটি ভেন্যুতে মুখোমুখি হবে আবাহনী-ব্রাদার্স, কলাবাগান ক্রীড়া চক্র-প্রাইম ব্যাংক আর প্রাইম দোলেশ্বর-শেখ জামাল।

 

শনিবার (৩০ এপ্রিল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে লড়বে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। সাভারের বিকেএসপিতে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ আবাহনী ও ব্রাদার্স। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ হয়ে থাকবে প্রাইম দোলেশ্বর।

 

মিরপুরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে নেতৃত্ব দেবেন শুভাগত হোম। দলে রয়েছেন টাইগারদের ব্যাটিং তারকা সাব্বির রহমান, নুরুল হাসান সোহান আর পেসার রুবেল হোসেন। বিদেশি কোটায় রয়েছেন লঙ্কান তারকা দিলশান মুনাবেরা। নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ১০৬ রানে হেরেছিল প্রাইম ব্যাংক। নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ৫ রানে জিতেছে প্রাইম ব্যাংক।

অপরদিকে, মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় রাউন্ডে প্রাইম দোলেশ্বরের বিপক্ষেও ৪ রানের ব্যবধানে হেরেছে। মাশরাফির দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক, জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা, মেহরাব হোসেন জুনিয়ররা।

সাভারের বিকেএসপিতে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ আবাহনী ও ব্রাদার্স। আবাহনীকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। আর ব্রাদার্সের হয়ে মাঠে থাকবেন শাহরিয়ার নাফিস, তুষার ইমরানরা। নিজেদের প্রথম ম্যাচে আবাহনী জিতলেও দ্বিতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে তামিম বাহিনী। অপরদিকে, ব্রাদার্স প্রথম রাউন্ডে মোহামেডানের বিপক্ষে ৭৮ রানে হারের পর দ্বিতীয় রাউন্ডে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায়।

এদিকে, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামালের প্রতিপক্ষ হয়ে থাকবে প্রাইম দোলেশ্বর। ইনফর্ম ব্যাটসম্যান মাহবুবুল করিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব আর সোহাগ গাজীদের নিয়ে সাজনো শেখ জামাল। নিজেদের প্রথম ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় রিয়াদ বাহিনী। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী আবাহনীকেও হারায় শেখ জামাল।

অপরদিকে, ফরহাদ রেজা, রাকিবুল হাসান, রনি তালুকদার আর নাসির হোসেনদের নিয়ে সাজানো দোলেশ্বর নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও জয় তুলে নেয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে নাসির হোসেনের ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে কলাবাগান ক্রীড়া চক্রকে ৪ রানে হারায় তারা।

এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুলের ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।