ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-মুশফিকের নিরব যুদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
তামিম-মুশফিকের নিরব যুদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসরে জাতীয় দলের দুই তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের মাঝে ক্রিকেটপ্রেমীরা নিরব এক যুদ্ধের খোঁজ পেয়েছেন। রানের খাতায় এই দুই টাইগার কে কাকে ছাড়িয়ে কতটুকু এগিয়ে গেলেন তার হিসেব কষছেন টাইগারপ্রেমীরা।

 

চলতি ডিপিএল লিস্ট ‘এ’ ক্রিকেট হিসেবেই মর্যাদা পাচ্ছে। তাই তামিম-মুশফিকদের ক্যারিয়ারে বেড়ে চলেছে রানের সংখ্যা। আর প্রতিদ্বন্দ্বিতার আদলে তাতেই মজা খুঁজে নিচ্ছেন তাদের ভক্তরা।

 

বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন ফরমেটে রানের দিক দিয়ে এগিয়ে তামিম। কিন্তু, লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারের হিসেবে এখন পর্যন্ত এগিয়ে মুশফিক। তামিমের থেকেও ১৬ রান এগিয়ে টাইগারদের টেস্ট দলপতি। অথচ ডিপিএল মঞ্চে নামার আগে এগিয়ে ছিলেন বাঁহাতি ওপেনার তামিম।

জমে উঠা ডিপিএলে তামিম শুরু করেছিলেন ৫ হাজার ৬৯১ রান নিয়ে। আর টাইগারদের রান মেশিন মুশফিক শুরু করেছিলেন ৫ হাজার ৬২৮ রান নিয়ে। তবে, নিজেদের দুই ম্যাচে মোহামেডান দলপতি মুশফিক ব্যাটিংয়ে দুর্দান্ত খেলে আবাহনীর দলপতি তামিমকে টপকে গেছেন।

দুই রাউন্ড শেষ হওয়া আসরে তামিম নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে করেন ৭ রান। সে ম্যাচে তামিমের দল জিতেছিল। দ্বিতীয় রাউন্ডে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামালের বিপক্ষে ৯১ বলে ১১টি চারের সাহায্যে ইনিংস সর্বোচ্চ ৯০ রান করেন তামিম। তবে, ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ হারে তার দল।

দুই রাউন্ডে মোট ৯৭ রান করে তামিমের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে রান বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৮৮।

অপরদিকে, মোহামেডানের অধিনায়ক মুশফিক নিজেদের প্রথম ম্যাচে শাহরিয়ার নাফিসের ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে করেন ইনিংস সর্বোচ্চ ৭২ রান। তার ৮০ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চার আর একটি ছক্কা। মুশফিকের দল ৭৮ রানের ব্যবধানে ম্যাচ জেতে। দ্বিতীয় রাউন্ডে নাদিফ চৌধুরির ভিক্টোরিয়ার বিপক্ষে শতক হাঁকান মুশফিক। ১০৮ বলে চারটি চার আর পাঁচটি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ১০৪ রান করেন তিনি। তবে, দল হারে ২ উইকেটের ব্যবধানে।

দুই রাউন্ডে মোট ১৭৬ রান করে মুশফিকের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে রান দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪। তামিম মুশফিকের থেকে এখনও পিছিয়ে ১৬ রান। তবে, টুর্নামেন্টের বাকি রাউন্ডগুলোতে তামিমের সুযোগ থাকছে বন্ধু-সতীর্থ মুশফিককে টপকে যাবার। আর মুশফিকেরও সুযোগ থাকছে তামিমকে নাগালের বাইরে রাখার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।