ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডে-নাইট টেস্টে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ২, ২০১৬
ডে-নাইট টেস্টে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ছবি:সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার পর এবার ডে-নাইট টেস্ট আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের এমন প্রস্তাবে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে পরিচিত আমিরাতে ম্যাচটি খেলা হবে।

শাহরিয়ার বলেন, ‘এ ব্যাপারে আমি এখনও তাদের চিঠি পাইনি। তবে তারা দিবা-রাত্রি ও গোলাপি বলে খেলতে রাজি আছে। ‘

এই চুক্তিটি যদি চূড়ান্ত হয় তবে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এটিই হবে প্রথম দিবা-রাত্রির টেস্ট।

সম্প্রতি শাহরিয়ার খান ক্যারিবীয়দের দুটি টেস্টের একটিতে গোলাপি বলে খেলার প্রস্তাব করেন। টেস্টে পাশাপাশি আমিরাতে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে দু’দল।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।