ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাথায় বলের আঘাতে হাসপাতালে ভোজেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ২, ২০১৬
মাথায় বলের আঘাতে হাসপাতালে ভোজেস ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায় ভোজেসের অবস্থা খুব বেশি গুরুতর নয়।

 

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে হ্যাম্পশায়ারের বিপক্ষে স্লিপে ফিল্ডিং করছিলেন ভোজেস। এ সময় সতীর্থ অলি রাইনার থ্রো করলে মিডলসেক্সের উইকেটরক্ষক অ্যাডাম হুইটার দ্রুত গতিতে আসা বল নিজের গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন। তাতে সরাসরি বল গিয়ে ভোজেসের মাথায় আঘাত করে।

চলতি টুর্নামেন্টে মিডলসেক্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভোজেস। এ সময় তিনি মাঠেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে মাঠের বাইরে চলে যান। ড্রেসিং রুমে বসে ম্যাচ দেখতে চেয়েছিলেন তিনি। তবে, মাথায় কিছুটা যন্ত্রনাবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিডলসেক্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যাংগাস ফ্রাসের জানান, এটা আমাদের দলের জন্য দুঃসংবাদ। ভোজেসের অনুপস্থিতি আমাদের হতাশ করছে। এই ম্যাচে আমরা তাকে মাঠে নামিয়ে কোনো ঝুঁকি নিতে পারিনা। তবে, আশার কথা যে ভোজেস সুস্থ রয়েছেন আর পরের ম্যাচেই তাকে আমরা মাঠে পাব।

ভোজেসের মিডলসেক্সের বিপক্ষে চারদিনের এ ম্যাচের প্রথম দিন শেষে ৩১৫ রান তুলেছে ৭ উইকেট হারানো হ্যাম্পশায়ার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।