ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে সাব্বিরের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ৪, ২০১৬
মিরপুরে সাব্বিরের সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে আগের ম্যাচে সাব্বির রহমান খেলেছিলেন ৪৯ বলে ৫৩ রানের ইনিংস। এবার একই মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ক্রিকেটার।

৯৬ বলে ৮টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি পূর্ন করেন স্টাইলিশ এ ব্যাটসম্যান। সেঞ্চুরির পরই শফিউল ইসলামের বলে সাজঘরে ফিরেন সাব্বির

সাব্বিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে প্রাইম ব্যাংক। এ রিপোর্ট লেখা অবধি প্রাইম ব্যাংকের সংগ্রহ ৪৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৩ রান।
 
ওপেনার শানাজ আহমেদ করেন ৬৬ রান। সাব্বিরের সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৩ জুটি বাধা নুরুল হাসান আউট হয়েছেন ৬৩ রান করে।  
 
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে বিকেএসপিতে ইমরুল কায়েস (৫৭) ও তুষার ইমরানের (৫৫) অর্ধশতকে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের সংগ্রহ ৪২.৩ ওভারে ৬ উইকেটে১৯৫ রান।
 
ফতুল্লায় তামিম ইকবালের ৬৩ ও অভিষেক মিত্রের ৪৪ রানের ইনিংসে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সুদৃঢ় অবস্থানে আবাহনী লিমিটেড। তাদের সংগ্রহ ৪২.৪ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।