ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইমতিয়াজ-নাসিরে সহজেই জিতলো প্রাইম দোলেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
ইমতিয়াজ-নাসিরে সহজেই জিতলো প্রাইম দোলেশ্বর ছবি: সংগৃহীত

ঢাকা: ইমতিয়াজ হোসেনের অপরাজিত শতকে ভর করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাত উইকেটের সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সবকটি উইকেট হারিয়ে ব্রাদার্সের দেয়া ২৩০ রানের লক্ষ্যটা ১১ বল বাকি থাকতেই টপকে যায় প্রাইম দোলেশ্বর।

ইততিয়াজের শতকের দিনে চমৎকার অলরাউন্ড নৈপুণ্য দেখান নাসির হোসেন।

রনি তালুকদারের (০) উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খায় ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। তবে এক প্রান্ত আগলে রেখে অসাধারণ সেঞ্চুরি উপহার দেন ওপেনার ইমতিয়াজ হোসেন। ১২৮ বল মোকাবেলায় আটটি চারের সাহায্যে ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।

রকিবুল হাসান ৩২ ও চামারা সিলভা ৪৬ রান করে আউট হন। আর ম্যাচ সেরা ইমতিয়াজের সঙ্গে ৪৮ রানে অপরাজিত থেকে দলের নিশ্চিত করেন নাসির হোসেন।

ব্রাদার্স বোলারদের মধ্যে আরিফ হাসান, নুর আলম ও তুষার ইমরান একটি করে উইকেট নেন।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বুধবারের (৪ মে) ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ে নামে প্রাইম দোলেশ্বর। বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে ইনিংসের শেষ বলে ব্রাদার্সের সবকটি উইকেটের পতন ঘটে। সর্বোচ্চ ৫৭ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। আরেক ওপেনার শাহরিয়ার নাফিস ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

ওয়ানডাউনে নেমে ৫৫ রানের কার্যকরী ইনিংস খেলেন অধিনায়ক তুষার ইমরান। ব্যক্তিগত ২৯ রানে রান আউটের ফাঁদে পড়েন উদীয়মান উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।

প্রাইম দোলেশ্বরের হয়ে দু’টি করে উইকেট দখল করেন আল আমিন হোসেন, নাসির হোসেন ও রবিউল ইসলাম রবি। একবার করে উইকেট উল্লাসে মাতেন দলপতি ফরহাদ রেজা ও রাহাতুল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।