ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, সাতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, সাতে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইসিসি ও ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে  পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন  অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও যথারীতি আগের দ্বিতীয়স্থান ধরে রেখেছে।

তবে, র‌্যাংকিংয়ের তিন ও চার নম্বরের দুই দলের মধ্যে অবস্থানের রদবদল হয়েছে। যেখানে ভারতকে সরিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা আর ভারত চলে এসেছে চার নম্বরে। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।  রেটিং পয়েন্ট ৯৮। ছয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে টাইগারদের রেটিং পয়েন্টের পার্থক্য সাত।

বুধবার (৪ মে) সবশেষ র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি। র‌্যাংকিংয়ে বলা হয়, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এ পর্যন্ত ২টি পয়েন্ট হারালেও নিউজিল্যান্ডের চেয়ে ১১ পয়েন্ট বেশি নিয়ে সর্বমোট ১২৪ পয়েন্ট সমেত শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। আর দ্বিতীয়স্থানে থাকা কিউইদের পয়েন্ট ১১৩।

এদিকে, র‌্যাংকিংয়ে অবস্থানের রদবদল হয়েছে ১৯৯২’র বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ১৯৭৫, ৭৯র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যেও। যেখানে দুই পয়েন্ট এগিয়ে পাকিস্তানকে হটিয় ৮-এ উঠে এসেছে ক্যারিবীয়রা। আর পাকিস্তান চলে গেছে নয় নবম স্থানে।

অন্যদিকে, আগের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশের ঠিক উপরে ইংল্যান্ডের (১০৫) অবস্থান, চার পয়েন্ট এগিয়ে দশ নম্বরে আফগানিস্তান ও ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ে দুই পয়েন্ট এগিয়েছে।

তবে, ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে দলগুলোকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের প্রথম আট পর্যন্ত থাকা আবশ্যক। স্বাগতিক হওয়ায় ব্যতিক্রম থাকবে শুধু ইংলিশরা। নিচের সারির দলগুলোকে বাছাই পর্বে বাধা পেরিয়েই মূল পর্বে জায়গা করে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৪ মে, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।