ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ড যশোরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ৪, ২০১৬
জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ড যশোরে ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

যশোর: ৩৬তম জাতীয় ক্রিকেট লীগের বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে।

বুধবার (০৪ মে) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট প্যাভেলিয়ানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সহ সভাপতি শফিয়ার রহমান কালু, শফিয়ার রহমান মল্লিক ও এম এ হাকিম, যুগ্ম সম্পাদক এবিএম অখতারুজ্জামান, প্রেসক্লাব যশোরের  সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দৌলা, ভেন্যু কনভেনার সোহেল মাছুদ হাসান টিটো প্রমুখ।

বৃহস্পতিবার (০৫ মে) রাজশাহী ও কুমিল্লার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এ লীগ। লীগের বি গ্রুপের দলগুলো হলো কুমিল্লা, রাজশাহী, সিলেট ও ঢাকা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।