ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইলের বিগ ব্যাশে খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ৫, ২০১৬
গেইলের বিগ ব্যাশে খেলা নিয়ে শঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস গেইলের সঙ্গে মেলবোর্ন রেনেগেডসের চুক্তি নবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও নাকি ‘ক্যারিবীয় ব্যাটিং দানবকে’ দলে টানতে আগ্রহী নয়! তবে কী গেইলের বিগ ব্যাশে খেলা শঙ্কার মুখেই পড়লো? 

অস্ট্রেলিয়ার দৈনিক ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’র বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হচ্ছে।

সূত্রমতে, রেনেগেডস নাকি গেইলের ওপর থেকে অফিসিয়ালি মুখ সরিয়ে নিয়েছে এবং ডোয়াইন ব্রাভোর সঙ্গে তারা অচিরেই নতুন চুক্তি সম্পন্নের ঘোষণা দেবে।

গত মৌসুমে ম্যাচ চলাকালীন সাইডলাইনে দাঁড়িয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় টিভি সাংবাদিক মেল ম্যাকলাফলিনকে অভিসারের প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচিত হন গেইল। যা নিয়ে গোটা ক্রিকেট বিশ্বেই তোলপাড় সৃষ্টি হয়। পরে তো গেইলকে মোটা অঙ্কের জরিমানা করার পাশাপাশি বিগ ব্যাশ থেকে তাকে নিষিদ্ধ করারও দাবি ওঠেছিল!

‘দ্য ডেইলি টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে রেনেগেডসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি বলেন, ‘কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আন্তর্জাতিক (বিদেশি) খেলোয়াড়দের নিশ্চিত করার জন্য আমরা ভালো অবস্থানে আছি। আমি গুজবের বিষয়ে সতর্ক এবং সামগ্রিকভাবে আমরা ক্লাবের স্বার্থে সঠিক সিদ্ধান্তই নেব। ’

অন্যদিকে, রেনেগেডস কোচ ডেভিড সেকারের কথা শুনলে গেইল আশাহত হতেই পারেন, ‘রেনেগেডস টিমে গেইলকে পুনরায় আমন্ত্রণের একটা সুযোগ ছিল। যদিও তারা একজন বোলারকে দলে ভেড়ানোর দিকেই জোর দিচ্ছে। সত্য কথা বলতে, আমাদের সম্ভবত একজন আন্তর্জাতিক বোলার দরকার। আমরা সেদিকেই দৃষ্টি রাখছি অথবা অস্ট্রেলিয়ার ভেতর থেকেই একজনকে দলে নেওয়া হতে পারে। তাই গেইলের সঙ্গে চুক্তি নবায়নের প্রয়োজন আছে কিনা আমরা এখন সেটিই ভাবছি। ’

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।