ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞার শঙ্কায় কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ৫, ২০১৬
নিষেধাজ্ঞার শঙ্কায় কোহলি ছবি: সংগৃহীত

ঢাকা: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলপতি বিরাট কোহলিকে ইতোমধ্যেই দু’বার গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা। আইপিএলের কোড অফ কনডাক্ট ভঙ্গ করায় তাকে জরিমানা করে আইপিএল কমিটি।

একই অপরাধ করলে কোহলিকে এবারে গুনতে হবে ৫০ হাজার মার্কিন ডলার, সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞা।

 

গত সোমবার বেঙ্গালুরুর ঘরের মাঠে কলকাতার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে জরিমানা গুনতে হয় কোহলিকে। ম্যাচে নূন্যতম ওভার রেট বজায় রাখতে না পারায় তাকে এই জরিমানা করা হয়। প্রায় ২৪ লক্ষ ভারতীয় রুপি জরিমানা করা হয় বেঙ্গালুরুর দলপতিকে।

এবারের আসরে দ্বিতীয়বার নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেননি বেঙ্গালুরুর বোলাররা। ফলে, এই নিয়ে আইপিএলের নবম আসরে একই অপরাধ দু’বার করলেন অধিনায়ক কোহলি। তাতে, শুধু কোহলিই নন, গোটা দলের সদস্যদের থেকেই ছয় লাখ ভারতীয় রুপি কেটে রাখা হয়। যা ম্যাচ ফি’র ২৫ শতাংশ।

এর আগে ১২ লাখ ভারতীয় রুপি জরিমান গুনেন কোহলি। গত ২২ এপ্রিল রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে বোলারদের দিয়ে ওভার শেষ করতে পারেননি বেঙ্গালুরুর দলপতি। তবে, এবারের আসরে তৃতীয়বার এ ধরনের অপরাধ করলে কোহলিকে ৩০ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হবে। আইপিএলের নিয়ম নির্ধারকরা এক বিবৃতিতে জানান, তৃতীয়বার এমন অপরাধে অভিযুক্ত হলে কোহলিকে আর্থিক দণ্ডের সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।