ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চতুর্থ রাউন্ডে মুশফিক-সৌম্য-বিজয়-রাজিনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ৫, ২০১৬
চতুর্থ রাউন্ডে মুশফিক-সৌম্য-বিজয়-রাজিনরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শুক্রবার (০৬ মে) মাঠে নামছে ছয়টি দল। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভিন্ন তিনটি ম্যাচে ভিন্ন ভিন্ন ভেন্যুতে মাঠে নামবে দেশসেরা ক্রিকেটাররা।

 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আর বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলো শুরু হবে সকাল নয়টায়।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলা মোহামডোন আর অলোক কাপালির গাজী গ্রুপ ক্রিকেটার্স এবারের লিগে এখন পর্যন্ত তিন রাউন্ডে ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে অর্জন করেছে। উভয় দলই তিন ম্যাচের ২টিতে জয় পেলেও হেরেছে একটি করে ম্যাচে। মোহামেডান দলপতি মুশফিকের ব্যাট থেকে এ আসরে রানের ফোয়ারা ছুটছে। আর গত ম্যাচেই দলের হয়ে শতক হাঁকিয়েছেন গাজীর ওপেনার এনামুল হক বিজয়।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র মাঠে নামবে রাজিন সালেহের ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে। পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে কলাবাগান। আর, তারুণ্যনির্ভর সিসিএসের অর্জন হয়নি কোনো পয়েন্ট। উভয় দলই এখন পর্যন্ত কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের মুখোমুখি হবে আরেক পয়েন্টশূন্য দল কলাবাগান ক্রিকেট একাডেমি। রুপগঞ্জের হয়ে মাঠে নামবেন জুনায়েদ সিদ্দিকী, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোশাররফ রুবেল, তাইজুল ইসলাম আর আবু হায়দার রনিরা। অপরদিকে, মাহমুদুল হাসানের নেতৃত্বে খেলা কলাবাগানের এই দলটিতে রয়েছেন ইরফান শুক্কুর, মাইশুকুর রহমান, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।