ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে জিতেছে সৌম্য-মিঠুনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ৬, ২০১৬
বিকেএসপিতে জিতেছে সৌম্য-মিঠুনরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ডাকওয়ার্থ লুইস মেথডে ২৯ রানে হারিয়েছে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলামদের রুপগঞ্জ।

 

বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে শুক্রবার (০৬ মে) আগে ব্যাট করে মোশাররফ রুবেলের লিজেন্ডস অব রুপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৩৯ রান। এরপর বৃষ্টি নামলে ২৫ ওভারে কলাবাগানের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৭১ রান। ৭ উইকেট হারিয়ে ১৪১ রানের মাথায় কলাবাগান ক্রিকেট একাডেমির ইনিংস থামে।

রুপগঞ্জের হয়ে ওপেনার মিজানুর রহমান ১১ রান করেন। আরেক ওপেনার সৌম্য সরকার নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে ৩০ বলে তিনটি বাউন্ডারিতে ২১ রান করে বিদায় নেন। জুনায়েদ সিদ্দিকী রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন। মোহাম্মদ মিঠুন ৪৭ বলে তিনটি চারের সাহায্যে করেন ২৭ রান।

দলপতি মোশাররফ রুবেল ২ রান করে বিদায় নিলেও দলের সংগ্রহ বাড়াতে ৮২ রানের ইনিংস খেলেন আসিফ আহমেদ। তার ১০৬ বলে সাজানো ইনিংসে ছিল ৮টি চার আর দুটি ছক্কার মার। সাত নম্বরে ব্যাট হাতে নামা সাজ্জাদুল হক করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান। ৭৮ বলে সাজানো তার ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারি।

কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে ৪টি উইকেট দখল করেন আবু জায়েদ। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ এবং রিফাত প্রধান।

১৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলাবাগান ক্রিকেট একাডেমির ওপেনার ইরফান শুক্কুর (৭) আর মাইশুকুর রহমান (১১) দ্রুত বিদায় নেন। মোহাম্মদ আরাফাত (১০), দলপতি মাহমুদুল হাসান (১২), মেহেদি হাসান মিরাজ (১৪), নুরুজ্জামান (১৩) রান করে বিদায় নেন। সাত নম্বরে নামা তাপস ঘোষ অপরাজিত ৩৭ ও নয় নম্বরে নামা বিশ্বনাথ হালদার অপরাজিত ৩২ রান করলে পরাজয়ের ব্যবধান কমে কলাবাগান ক্রিকেট একাডেমির।

রুপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নেন মোশাররফ রুবেল ও নাহিদুল ইসলাম। একটি করে উইকেট পান আসিফ আহমেদ, আলাউদ্দিন বাবু আর তাইজুল ইসলাম। আবু হায়দার রনি উইকেট দখল করতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।