ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বর্ণ খসে বিবর্ণ শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নেমপ্লেট!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
বর্ণ খসে বিবর্ণ শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের নেমপ্লেট! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ম্যাচ, সব ম্যাচের জন্যই স্টেডিয়ামটি বাংলাদেশের গর্ব। সেটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ ক্রিকেট টি-টোয়েন্টি ম্যাচ এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় আকর্ষণের কেন্দ্রে ছিল এই স্টেডিয়ামটি।

স্টেডিয়াম ছাড়াও সাজানো হয়েছিল এর আশেপাশের এলাকা, মিরপুর দশ নম্বর গোল চত্বর এলাকায় রাস্তার ওপর বড় করে লেখা ‘ওয়েল কাম টু শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। রঙিন আলোতে তা আরও উজ্জ্বল হয়ে উঠতো রাতের বেলায়।

জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নির্দেশক ছাড়াও নগরের সৌন্দর্যবর্ধনে লেখাটি ছিল অনন্য। অ‍ার আন্তর্জাতিক ম্যাচের মাত্র একমাস পর রাস্তার ওপর অভ্যর্থনা জানিয়ে সেই লেখাটির অর্ধেক নেই। যেটুকু আছে তাও বিবর্ণ।

দিন শেষে সন্ধ্যার পর মিরপুর দশ নম্বরের ফুট ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে শরীর জুড়ান নগরবাসী, আর যারা ব্রিজ ব্যবহার করেন তাদেরও চোখের সামনে পড়ছে বিবর্ণ লেখাটি। ল্যাম্পপোস্টের আলোতে যেন কিছুটা আলোকিত হওয়ার চেষ্টা করছিল স্টেডিয়ামের নেমপ্লেটটি!

নেমপ্লেটের ওই ভগ্নদশা দেখে শুক্রবার (০৬ মে) সন্ধ্যার পর ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে আক্ষেপ ঝাড়ছিলেন ক্রিকেট পাগল কয়েকজন তরুণ, তারা বলছেন এটি দ্রুত মেরামত করা প্রয়োজন ।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এমআইএইচ/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।