ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে গুজরাট লায়ন্সের মুখোমুখি হতে যাচ্ছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে রোববার (৮ মে) দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মুম্বাই-সানরাইজার্স ও রাত সাড়ে ৮টায় কলকাতা-গুজরাট ম্যাচটি শুরু হবে। অর্থাৎ, সব ঠিক থাকলে একই দিনে মাঠে নামবেন বাংলাদেশের দুই ‘ক্রিকেট বিজ্ঞাপন’।

এবারের আসরে ঠিক নিজের নামের সুবিচার করতে পারছেন না টি-টোয়েন্টিতে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। একাদশে থাকলে গুজরাটের বিপক্ষে সাকিব ‘স্বরুপে’ ফিরবেন এমন প্রত্যাশাই তো করছেন কোটি টাইগার সমর্থক।

অন্যদিকে, চমৎকার বোলিং নৈপুণ্যে সানরাইজার্স টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। আট ম্যাচে ১৮.৭০ গড়ে নিয়েছেন ১০টি উইকেট। ইকোনোমি রেট ৬.২৩।

গত ১৮ এপ্রিল আসরের প্রথম দেখায় হায়দ্রবাদের মাঠে সাত উইকেটে হার মানে মুম্বাই। অন্যদিকে, ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে প্রথমবারের মতো কলকাতার মুখোমুখি হতে যাচ্ছে সুরেশ রায়নার গুজরাট।

পয়েন্ট টেবিলে ৯ ম্যাচে ছয় জয় ও তিন হারে শীর্ষে থাকা কলকাতার সংগ্রহ ১২। সমান পয়েন্টে এক ম্যাচ বেশি খেলা গুজরাট দুইয়ে অবস্থান করছে। আট ম্যাচে ১০ পয়েন্টে চারে সানরাইজার্স ও ৯ ম্যাচে সমান পয়েন্টে পাঁচ নম্বরে মুম্বাই।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।