ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ঝটিকা সফরে টিপস নিতে ঢাকায় আসেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ৮, ২০১৬
ঝটিকা সফরে টিপস নিতে ঢাকায় আসেন সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ব্যাটিংয়ের বাজে ফর্ম কাটাতে পুরোনো কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলের আসরে স্বস্তিতে না থাকা সাকিব ভারত থেকে ঢাকায় উড়ে এসে টিপস নিয়ে গেছেন কোচ সালাউদ্দিনের।

 

তবে, সেটা অনেকটা গোপনেই। আর ব্যাটিংয়ের বাজে সময় কাটাতে শিষ্যকে গোপনেই টিপস দিয়েছেন সালাউদ্দিন।

ঝটিকা সফরে সাকিব গত বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছে বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেন। শুক্রবার বিকেলেও কোচের সঙ্গে সময় কাটান তিনি। টিপস নিয়ে শনিবার সাকিব ভারতে ফিরে গেছেন বলে জানা যায়।

আরও জানা যায়, অনুশীলনের জন্য ঢাকায় আসার সংবাদটি গোপন রাখতে চেয়েছিলেন সাকিব ও সালাউদ্দিন। সাকিবের কোচ জানান, ব্যাটিং নিয়ে কিছু কাজ করার জন্য সে ঢাকায় এসেছিল। ব্যাটিং ফর্ম নিয়ে তাকে বেশ চিন্তিত মনে হয়েছে। তাই শুধু ব্যাটিং নিয়েই আমার সঙ্গে কাজ করেছে। মানসিক সন্তুষ্টির জন্য মানুষ অনেক কিছু করে। সাকিবও মনে করেছে ব্যাটিংয়ের সমস্যা দূর করতে আলাদাভাবে কিছু কাজ করা উচিত।

তিনি আরও জানান, সাকিবকে দেখে মনে হয়নি সে ভেঙে পড়েছে। যারা প্রতিনিয়ত রান করে, তারা বাজে সময়ে রান না পেলে চিন্তিত থাকে। আর এটাই স্বাভাবিক। আশা করি, সাকিব কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আসরে ব্যাট হাতে একবারও জ্বলে উঠতে দেখা যায়নি সাকিবকে। মোট পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও তাতে রান করেছেন ১১, ৬ ও ৩। বল হাতে উইকেট নিয়েছেন মাত্র ২টি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।