ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ৮, ২০১৬
ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের সূচি

ঢাকা: আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। দুই দিনের ম্যাচের এ প্রতিযোগিতায় বিভাগীয় দলগুলোর সঙ্গে অংশ নেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

 

অংশগ্রহণকারী ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ২০১৫-১৬ মৌসুমের এ প্রতিযোগিতায়। প্রথমদিন দেশের চার ভেন্যুতে  চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১-২ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মোট পাঁচটি ভেন্যুতে হবে ম্যাচগুলো।

অংশগ্রহণকারী দল:
গ্রুপ ‘এ’- ১. বিকেএসপি, ২. চট্টগ্রাম বিভাগ, ৩. ঢাকা বিভাগ (উত্তর), ৪. বরিশাল বিভাগ, ৫. সিলেট বিভাগ।
গ্রুপ ‘বি’- ১. ঢাকা মেট্রো, ২. ঢাকা বিভাগ (দক্ষিণ), ৩. খুলনা বিভাগ, ৪. রংপুর বিভাগ, ৫. রাজশাহী বিভাগ।

প্রতিযোগিতার সূচি:
১৩-১৪ মে, বিকেএসপি-সিলেট বিভাগ, ভেন্যু-শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
১৩-১৪ মে, ঢাকা মেট্রো-রাজশাহী বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার।
১৩-১৪ মে, চট্টগ্রাম বিভাগ-বরিশাল বিভাগ, ভেন্যু-মহিলা স্পোর্টস কমপ্লেক্স, রাজশাহী।
১৩-১৪ মে, ঢাকা বিভাগ (দক্ষিণ)-রংপুর বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (২)।  

১৬-১৭ মে, বিকেএসপি-ঢাকা বিভাগ (উত্তর), ভেন্যু-রাজশাহী জেলা স্টেডিয়াম।
১৬-১৭ মে, চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগ, ভেন্যু- শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
১৬-১৭ মে, ঢাকা মেট্রো-খুলনা বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (২)।
১৬-১৭ মে, ঢাকা বিভাগ (দক্ষিণ)-রাজশাহী বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (১), কক্সবাজার।

১৯-১০ মে, ঢাকা বিভাগ (উত্তর)-বরিশাল বিভাগ, ভেন্যু- শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
১৯-২০ মে, চট্টগ্রাম বিভাগ-বিকেএসপি, ভেন্যু-রাজশাহী জেলা স্টেডিয়াম।
১৯-২০ মে, খুলনা বিভাগ-রংপুর বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (১)।
১৯-২০ মে, ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ (দক্ষিণ), ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (২)।

২২-২৩ মে, ঢাকা বিভাগ (উত্তর)-সিলেট বিভাগ, ভেন্যু-মহিলা স্পোর্টস কমপ্লেক্স, রাজশাহী।
২২-২৩ মে, বিকেএসপি-বরিশাল বিভাগ, ভেন্যু- শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
২২-২৩ মে, খুলনা বিভাগ-রাজশাহী বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (২)।
২২-২৩ মে, ঢাকা মেট্রো-রংপুর বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (১)।

২৫-২৬ মে, চট্টগ্রাম বিভাগ-ঢাকা বিভাগ (উত্তর), ভেন্যু-রাজশাহী জেলা স্টেডিয়াম।
২৫-২৬ মে, বরিশাল বিভাগ-সিলেট বিভাগ (ভেন্যু- শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, রাজশাহী।
২৫-২৬ মে, ঢাকা বিভাগ (দক্ষিণ)-খুলনা বিভাগ, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (২)।
২৫-২৬ মে, রংপুর বিভাগ-রাজশাহী বিভাগ ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (১)।

২৯-৩০ মে, সেমিফাইনাল (১) ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (১)।
২৯-৩০ মে, সেমিফাইনাল (২) ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (২)।
১-২ জুন ফাইনাল, ভেন্যু-শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম (১)।

বাংলাদেশ সময়:  ১৭১০ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।