ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ রুপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ৮, ২০১৬
মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ রুপগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এগিয়ে যাওয়ার লড়াইয়ে সোমবার (০৯ মে) মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রুপগঞ্জ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পঞ্চম রাউন্ডের ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

 

পূর্বের সূচি অনুযায়ী পঞ্চম রাউন্ডের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রোববার (০৮ মে)। কিন্ত হরতালে নিরাপত্তার কথা ভেবে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) গতকাল বিকেলে তিনটি ম্যাচই একদিন পিছিয়ে দেয়। এ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সোমবার। অপর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লা ও বিকেএসপিতে।  

ফতুল্লায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বিকেসপিতে সাব্বির রহমানের প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি।

প্রথম ‍চার রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে তামিম ইকবালের আবাহনী। চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তারা। মোহামেডান ও প্রাইম ব্যাংকের পয়েন্টও সমান (৬)। তবে রান রেটে এগিয়ে থাকায় মোহামেডানের অবস্থান দ্বিতীয় আর প্রাইম ব্যাংকের চতুর্থ।

অন্যদিকে লিগে লিজেন্ডস অব রুপগঞ্জের অবস্থান ষষ্ঠ। চার ম্যাচে দুটি জয় ও এক ম্যাচ টাই করায় তাদের পয়েন্ট পাঁচ। সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রুপগঞ্জের এক ধাপ উপরে রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।