ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিটনেস টেস্ট দিচ্ছেন না আফ্রিদি-হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
ফিটনেস টেস্ট দিচ্ছেন না আফ্রিদি-হাফিজ ছবি:সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের চার দিনের ফিটনেস টেস্ট দিতে হবে। তবে বিভিন্ন কারণ দেখিয়ে এই টেস্ট দিচ্ছেন না অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

এর আগে দলের অনুশীলন ক্যাম্পে নব নির্বাচিত প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক আফ্রিদি, আহমেদ শেহজাদ ও উমর আকমলকে ডাকেননি। ইংল্যান্ড সফরের আগে অ্যাবোটাবাদে হওয়া অনুশীলন ক্যাম্পের ডাক না পাওয়া এই তিন ক্রিকেটারকে ফিটনেস টেস্ট দিতে বলা হয়েছিলো।

এদিকে রোববার থেকে লাহোরে শুরু হওয়া ফিটনেস টেস্টে হাফিজেরও থাকার কথা রয়েছিলো। তবে তিনি জানান ইনজুরির কারণে পুনর্বাসন পক্রিয়ায় থাকায় তিনি ফিটনেস টেস্ট দিতে পারছে না।

অন্যদিকে আফ্রিদি জানিয়েছে তার হাঁটুতে সামান্য ইনজুরি সমস্যা রয়েছে। ফলে তারও ফিটনেস টেস্ট দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।