ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ৯, ২০১৬
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে পারেন মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল, ইংলিশ কাউন্টির পর এবার অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি আসর কেএফসি বিগ ব্যাশে খেলার সুযোগ পেতে পারেন তরুণ এ বোলার।

 

বর্তমান বিশ্বে টি-২০’র বিস্ময়কর বোলার মুস্তাফিজ। দেশের গন্ডি পেরিয়ে তিনি এখন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন। তার কাটার ও স্লোয়ার ইয়র্কার গুলো মূলত ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

 

আসছে বিগ ব্যাশের সপ্তম আসরে প্রতিটি দল দু’জন করে বিদেশি ক্রিকেটার দলে টানতে পারবে। এই দুই ক্রিকেটারদের মধ্যে মেলবোর্ন রেনেগার্ডস ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে নেওয়ার আশা করছে। তবে অন্য বিদেশি হিসেবে তারা মুস্তাফিজকে ভাবছে।

হায়দ্রাবাদে খেলা মুস্তাফিজের কোচের দায়িত্বে রয়েছেন টম মুডি। তিনি আবার বিগ ব্যাশের দল রেনেগার্ডসের ডিরেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন। তাই মুডি হয়তো ইতোমধ্যেই ‘ফিজ’ খ্যাত এই তারকাকে রেনেগার্ডসে নেওয়ার ব্যাপারে আশা করছেন।

এদিকে রেনেগার্ডসের কোচ ডেভিড সাকের সম্প্রতি জানিয়েছেন, ‘ভালো কোন বোলার না থাকায় গত মৌসুমে সেরাটা খেলতে পারেনি দল। সত্যি কথা বলতে, আমাদের সম্ভবত একজন বিদেশি বোলার প্রয়োজন। ’

বিগ ব্যাশের আরেক দল সিডনি সিক্সার্সের অধিনায়ক মইসেস হেনরিকসও খেলছেন হায়াদ্রাবাদে। অলরাউন্ডার এ তারকা ক’দিন আগে মুস্তাফিজকে ‘লিটল জিনিয়াস’ হিসেবে আখ্যা দিয়েছেন। সিক্সার্সেরও এখনও বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ হয়নি। তাই এখানেও জায়গা হতে পারে টাইগার বোলারের।

সিডনির সিক্সার্স এর নগর প্রতিদ্বন্দ্বী দল সিডনি থান্ডার্স। গতবারের চ্যাম্পিয়ন এ দলটিতে অধিনায়ক ছিলেন অজি সাবেক গ্রেট মাইক হাসি। এবার তিনি দলটির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। চলতি আইপিএলের ধারাভাষ্যে তিনি মুস্তাফিজের প্রশংসা করেছেন। তিনি এও জানান থান্ডার্সের কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের পরিবর্তে মুস্তাফিজকে খেলানো যেতে পারে। এছাড়া দলটি আরেক বিদেশি আন্দ্রে রাসেলকে এবারও রেখে দিতে পারে।

মুস্তাফিজ যদি এবারের বিগ ব্যাশে সুযোগ পান, তবে তিনি হবেন সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অজি ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়। সাকিব এর আগে মেলবোর্ন স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে দ্বিতীয় ও চতুর্থ মৌসুম খেলেছিলেন।

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-২০’র ষষ্ঠতম বিশ্বকাপ আসরে মুস্তাফিজ তিন ম্যাচে নয়টি উইকেট পেয়েছিলেন। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ২২ রানে পাঁচটি উইকেট তুলে নেন।

এবারের আইপিএল আসরেও মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন। এখন পর্যন্ত নয় ম্যাচে ১৩টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। তার আগে ১৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের কিউই ফাস্ট বোলার মিচেল ম্যাকক্লেনাঘান। তবে ৬.১৫ ইকোনোমি নিয়ে মুস্তাফিজ এখন পর্যন্ত সবচেয়ে কম খরুচে বোলার হিসেবে পারর্ফম করে যাচ্ছেন।

বাংলদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ০৯ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।