ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে বিকেএসপির জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ৯, ২০১৬
জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে বিকেএসপির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে সোমবারের (০৯ মে) ম্যাচে জান্নাতুল ফেরদৌসের অসাধারণ বোলিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবকে তারা হারিয়েছে দুই উইকেটের ব্যবধানে।


১০০ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমেও ৮ উইকেট হারায় বিকেএসপি। ৮২ থেকে ৯৯ রানে পৌঁছাতে শেষ ৬ উইকেট হারায় তারা। দলের পক্ষে ওপেনার মোর্শেদা হ্যাপি সর্বোচ্চ ২৬ রান করেন।

ইয়ুথ ক্লাবের শিরিন আক্তার নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রিপা নাদিয়া ও চম্পা চাকমা।
 
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে জান্নাতুল ফেরদৌস সুমনার ঘূর্ণিতে ইনিংস বড় করতে পারেনি ইয়ুথ ক্লাব। জান্নাতুল ৮ ওভারে ৩টি মেডেনসহ ৪ উইকেট তুলে নিলে দিশেহারা হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। একা মল্লিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪ রান।

টুম্পা চৌধুরী দুটি, একটি করে উইকেট নেন শবনম মুস্তারি ও মোর্শেদা হ্যাপি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ০৯ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।