ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ নারীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১০, ২০১৬
জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ নারীরা ছবি:সংগৃহীত

ঢাকা: আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর চলতি বছর জুলাইয়ে আয়ারল্যান্ড সফরের মাধ্যমে বাংলাদেশ নারীদের প্রথম সিরিজটি হতে পারে।

 

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও সফরটি বাতিল হয়। ফলে টাইগ্রেসদের খেলায় আরও উন্নতির জন্য বিসিবি এবার আইরিশদের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা করছে।

 

দুটি সিরিজের সূচির ব্যাপারে এখনও পরিস্কার না হলেও ধারণা করা হচ্ছে জুলাইয়ে বাংলাদেশ সফরের পর, একই বছর সেপ্টেম্বরে ফিরতি সফরে বাংলাদেশ আসবে আইরিশ নারীরা।

বিসিবি’র উইমেন উইংয়েরে চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী এ ব্যাপারে জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল হওয়ার কারণেই আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা আয়োজন করছি।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল হওয়ার পর আমাদের নারীদের আন্তর্জাতিক আর কোন ম্যাচ সূচিতে ছিলো না। পরে আমরা আয়ারল্যান্ড ক্রিকেটেরে সঙ্গে অালোচনা করেছি এবং ব্যাপারটি প্রায় চূড়ান্তই হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ১০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।