ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন সপ্তাহের বিশ্রামে পেসার সাইফুদ্দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
তিন সপ্তাহের বিশ্রামে পেসার সাইফুদ্দিন ছবি: সংগৃহীত

ঢাকা: সময়টা খুব খারাপ যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের। ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) এই ক্রিকেটারের উপর সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আম্পায়ারদের।

এ হতাশা কাঁটিয়ে না উঠতেই পড়লেন মারাত্মক ইনজুরিতে। প্রিমিয়ার লিগে খেলাই এখন অনিশ্চিত এ পেসারের। তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে।  
 
গত ০৩ মে ধানমন্ডির চার নম্বর মাঠে অনুশীলনে বোলিং করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান মাটিতে। এতে বাঁ-পায়ে মারাত্মক চোট পান এ পেসার। মঙ্গলবার (১০ মে) স্ক্র্যাচে ভর করে বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরীর কাছে চিকিৎসা নিতে মিরপুরে এসেছিলেন সাইফুদ্দিন। তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।  

সাইফুদ্দিন অবশ্য আশা রাখছেন শেষ দু-তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন। বাংলানিউজকে তিনি বলেন, ‘শেষ দু-তিনটি ম্যাচ খেলতে পারবো আশা করছি। আমি দলের মূল পেসার, আমার না থাকায় দলতো আরও ব্যাকফুটে চলে যাবে। রেলিগেশন এড়ানোই কঠিন হয়ে গেল। ’
 
প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতে হেরেছে এবারের লিগের অপেক্ষাকৃত দূর্বল দল সিসিএস। প্রথম তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে দলের জন্য ভালোই অবদান  রাখছিলেন সাইফুদ্দিন। ব্যাট হাতে অবশ্য তেমন কিছু করতে পারেননি এ অলরাউন্ডার। তিন ম্যাচের একটিতে করেছিলেন ৩১ রান।

স্ট্রাইক বোলারের অনুপস্থিতি ভালোই টের পাচ্ছে সিসিএস। মঙ্গলবার পঞ্চম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গেও বড় ব্যবধানে হেরেছে তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।