ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরের ইংল্যান্ড ভিসা পেতে পিসিবির প্রচেষ্টা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ১১, ২০১৬
আমিরের ইংল্যান্ড ভিসা পেতে পিসিবির প্রচেষ্টা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে দলের সেরা পেসার মোহাম্মদ আমিরের ইংল্যান্ড ভিসা নিশ্চিতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির একটি সূত্রমতে, চেয়ারম্যান শাহরিয়ার খান ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা আইনি উপদেষ্টাদের পরামর্শ নিয়েছেন এবং আমির ইস্যুটি নিয়ে তারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ব্রিটিশ হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানা যায়, বেশ গুরুত্ব সহকারেই আমিরের ইংল্যান্ড ভিসা নিশ্চিত করতে চাইছে পিসিবি। কিন্তু যুক্তরাজ্যের কঠোর অভিভাসন আইনের বাধা নিয়ে নাকি উদ্বিগ্ন পাক ক্রিকেট বোর্ড।

যুক্তরাজ্যের কঠোর অভিভাসন আইন অনুযায়ী, কোনো অপরাধী যদি যুক্তরাজ্যে জেল খাটেন অথবা সেদেশ থেকে নির্বাসিত হন তবে দণ্ডিত ব্যক্তিকে অন্তত ১০ বছরের জন্য ভিসা দেওয়া হবে ‍না।

তবে বয়স বিবেচনায় অামিরের ভিসা প্রাপ্তির ব্যাপারে ‍আশাবাদী পিসিবি। ২০১০ সালের আগস্টে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও আমিরের ওপর সব ধরনের ক্রিকেটে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইসিসি। তখন আমিরের বয়স হয়েছিল মাত্র ১৮। পাকিস্তানে ফেরার আগে তাদের যুক্তরাজ্যের জেলহাজতে থাকার শাস্তিও ভোগ করতে হয়।

সূত্রমতে ‍আরও জানা যায়, ১২ মে ইংল্যান্ডের কাছে সব ধরনের জরুরি কাগজপত্র সহ অামিরের ভিসা আবেদন পাঠাবে পিসিবি। ইসিবিও নাকি প্রয়োজনে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রসঙ্গত, স্পট ফিক্সিং কেলেঙ্কারির বিষয়টি আমিরই প্রথম শিকার করে নেন এবং তদন্ত কাজে কর্তৃপক্ষকেও তিনি সহায়তা করেছিলেন।

আগামী ১৪ জুলাই লর্ডস টেস্ট দিয়ে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।