ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ সরফরাজ-আকমল-আজমলরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
ব্যর্থ সরফরাজ-আকমল-আজমলরা সরফরাজ আহমেদ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসছে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে পাকিস্তান দলে চলছে ফিটনেস টেস্ট। তবে ট্রেইনার গ্র্যান্ট লুডানের অধীনে এই টেস্টে ব্যর্থ প্রমাণীত হয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সরফরাজ আহমেদ, উমর আকমল ও সাইদ আজমল সহ অনেকে।


ব্যর্থতার তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন শোয়েব মাকসুদ ও জুলফিকার বাবরের না।


পিসিবি’র এক অফিসিয়াল এ ব্যাপারে বলেন, ‘গ্র্যান্ট লুডান ১৭টি টেস্টকে পয়েন্ট আকারে ভাগ করে দিয়েছেন। তবে অপ্রত্যাশিতভাবে কয়েকজন ক্রিকেটার নির্দিষ্ট এই পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হয়েছেন। ’


ফিটনেস টেস্টের এই পর্যায়ে নাম লেখাননি শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল ও ইমাদ ওয়াসিম। তাদের প্রত্যেকেরই ইনজুরি সমস্যা রয়েছে। তবে ফিটনেস টেস্টে উতরে গেছেন সিনিয়র ক্রিকেটার মিসবাহ উল হক ও ইউনিস খান।


বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ১১ মে, ২০১৬

এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।