ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ধারাভাষ্যকার টনি কোজিয়ার আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
ধারাভাষ্যকার টনি কোজিয়ার আর নেই

ঢাকা: কিংবদন্তি ধারাভাষ্যকার টনি কোজিয়ার মারা গেছেন।

 

বুধবার (১১ মে) ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ধারাভাষ্যকার।

তার মৃত্যুতে শোক জানিয়ে আইসিসি এক টুইট বার্তায় বলেছে, কোজিয়ার ছিলেন ক্রিকেটের অন্যতম সেরা কণ্ঠ। ক্রিকেট বিশ্বের জন্য এটা বড় একটি ক্ষতি।  

১৯৪০ সালে ব্রিজটাউনে জন্ম কোজিয়ারের। ১৯৫৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে লেখালেখি ও ধারাভাষ্য দেওয়া শুরু করেন। বিবিসি, চ্যানেল নাইন ও স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিয়ে গোটা ক্রিকেট বিশ্বের কাছে প্রিয় এক নাম হয়ে ওঠেন তিনি।
২০১১ সালে তাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানজনক আজীবন সদস্য করে নেওয়া হয়। বার্বাডোজের কেনসিংটন ওভালের প্রেসবক্স তার নামে রাখা হয়।

টেলিভিশন, রেডিওতে ধারাবিবরণী দেওয়ার পাশাপাশি লেখালেখিও করতেন কোজিয়ার।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।