ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সোহরাওয়ার্দি হারালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
সোহরাওয়ার্দি হারালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নাদিফ চৌধুরি, মমিনুল হক, সোহরাওয়ার্দি শুভরা বৃষ্টি আইনে ৯ রানে জিতেছে সাব্বির রহমান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান আর শুভাগত হোমদের নিয়ে সাজানো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

 

বৃহস্পতিবার (১২ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। জবাবে, ৪২.১ ওভার ব্যাট করে ২১১ রান তুলতে ভিক্টোরিয়ার ইনিংসে বৃষ্টি হানা দেয়। মাঠে আর বল না গড়ালে ডাকওয়ার্থ লুইস মেথডে ৯ রানে জয়ী ঘোষণা করা হয় ভিক্টোরিয়াকে।

প্রাইম ব্যাংকের হয়ে দুই ওপেনার উদ্বোধনী জুটি থেকে তুলে নেয় ৮১ রান। ওপেনার মেহেদি মারুফ ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করেন। আরেক ওপেনার সানাজ আহমেদ করেন ৩৬ রান। তিন নম্বরে নামা সাব্বির ১৩ রান করেই বিদায় নেন। নুরুল হাসান সোহান করেন ৪০ রান। আর তাইবুর রহমানের ব্যাট থেকে আসে ৪৫ রান।

এছাড়া, দলপতি শুভাগত হোম ২১ ও সচীন রানা ৩৫ রান করেন।

ভিক্টোরিয়ার হয়ে দুটি করে উইকেট পান কামরুল ইসলাম রাব্বি ও এনামুল হক জুনিয়র। এছাড়া একটি করে উইকেট দখল করেন চতুরাঙ্গা ডি সিলভা ও সোহরাওয়ার্দি শুভ।

২৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার ওপেনার আবদুল মজিদ ১৬ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা মমিনুল হক ৩ রান করে ফেরেন। দলীয় ৫৬ রান উঠতে ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান ফেরেন।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভিক্টোরিয়াকে। ১৫৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিতে থাকেন ওপেনার সোহরাওয়ার্দি শুভ আর আল আমিন। ১১৮ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন শুভ। ৯০ বলে ৬টি চার আর একটি ছক্কায় ৮২ রান করে অপরাজিত থাকেন আল আমিন।

২১১ রান করার পর বৃষ্টি বাধায় ভিক্টোরিয়ার ইনিংস থামে ৪২.১ ওভার শেষ হতেই। ডাকওয়ার্থ লুইস মেথডে সে সময় দলটির জয়ের জন্য প্রয়োজন ছিল ২০৩ রান। ফলে, বৃষ্টি আইনে ৯ রানের জয় পায় ভিক্টোরিয়া।

এ ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচ শেষে চারটি জয়, একটি পরাজয় আর একটি টাই নিয়ে ভিক্টোরিয়ার পয়েন্ট ৯। অপরদিকে, বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক এ ম্যাচে হারের ফলে ৬ ম্যাচ শেষে তিনটি করে জয় ও পরাজয়ে অর্জন করেছে ৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১২ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।