ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজে ডে-নাইট টেস্ট চায় ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
অস্ট্রেলিয়া সিরিজে ডে-নাইট টেস্ট চায় ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রমেই যেন টেস্ট খেলুড়ে দেশগুলোর কাছে ডে-নাইট টেস্ট গ্রহণযোগ্য হয়ে উঠছে। গত বছরের নভেম্বরে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলে রেকর্ড বইয়ে নাম লেখায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

এবার অজিদের বিপক্ষে ফ্লাড-লাইটের আলোয় পাঁচ দিনের ম্যাচ খেলতে চায় ভারত।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড এমনটিই নিশ্চিত করেছেন। তার ভাষ্যমতে, আগামী বছরের প্রথম দিকে অজি দলের সম্ভাব্য ভারত সফরে ডে-নাইট টেস্ট আয়োজন করতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই অবশ্য ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়েই টিম ইন্ডিয়া তাদের প্রথম ডে-নাইট টেস্ট খেলবে।

এক সাক্ষাৎকারে সাদারল্যান্ড বলেন, ‘আমি মনে করি, ডে-নাইট টেস্ট নিয়ে ভারত ও বিশ্বের অন্যান্য অংশ থেকে কিছু ইতিবাচক সংকেত আসছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া দলের ভারত সফরে তারা (বিসিসিআই) অস্ট্রেলিয়ার বিপক্ষে ডে-নাইট টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে কথাবার্তা শুরু করার ইঙ্গিত দিয়েছে। এটা এখন কেবল একটা প্রশংসনীয় নির্দেশক। ডে-নাইট টেস্ট সমর্থকদের টেলিভিশনের সামনে বসে একাকী ক্রিকেট উপভোগের আরো সুযোগ প্রদান করছে। ’

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।