ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলের সপ্তম-নবম রাউন্ডের সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
ডিপিএলের সপ্তম-নবম রাউন্ডের সূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হবে আগামীকাল। এরই মধ্যে লিগের পরবর্তী তিনটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।

আগামী ১৬ মে থেকে মাঠে গড়াবে সপ্তম রাউন্ড। অষ্টম রাউন্ড শুরু হবে ২০ মে।   আর নবম রাউন্ডের খেলা শুরু হবে ২৪ মে, শেষ হবে ২৬ মে।   আগের রাউন্ডগুলোর মতো এবারও রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।

ছয় রাউন্ড খেলে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) রয়েছে তলানীতে। পাঁচ ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি তারা।

সপ্তম রাউন্ড:
১৬ মে: প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রুপগঞ্জ (বিকেএসপি-৩)
১৬ মে: প্রাইম দোলেশ্বর-মোহামেডান (মিরপুর)
১৬ মে: আবাহনী লি:-কলাবাগান ক্রিকেট একাডেমি (ফতুল্লা)
১৭ মে: রিজার্ভ ডে

১৮ মে: ভিক্টোরিয়া-ক্রিকেট কোচিং স্কুল  (ফতুল্লা)
১৮ মে: ব্রাদার্স-কলাবাগান ক্রীড়া চক্র (বিকেএসপি-৩)
১৮ মে: শেখ জামাল ধানমন্ডি-গাজী গ্রুপ (মিরপুর)
১৯ মে: রিজার্ভ ডে

অষ্টম রাউন্ড:
২০ মে: প্রাইম ব্যাংক-মোহামেডান (মিরপুর)
২০ মে: প্রাইম দোলেশ্বর-কলাবাগান সিএ (ফতুল্লা)
২০ মে: আবাহনী-গাজী গ্রুপ (বিকেএসপি-৩)
২১ মে: রিজার্ভ ডে

২২ মে: লিজেন্ডস অব রুপগঞ্জ-সিসিএস (ফতুল্লা)
২২ মে: ভিক্টোরিয়া-কলাবাগান ক্রীড়া চক্র (মিরপুর)
২২ মে: ব্রাদার্স ইউনিয়ন-শেখ জামাল (বিকেএসপি-৩)
২৩ মে: রিজার্ভ ডে

নবম রাউন্ড:
২৪ মে: প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রিকেট একাডেমি (ফতুল্লা)
২৪ মে: প্রাইম দোলেশ্বর-আবাহনী লিমিটেড (মিরপুর)
২৪ মে: মোহামেডান-ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি)
২৫ মে: রিজার্ভ ডে

২৬ মে: লিজেন্ডস অব রুপগঞ্জ-কলাবাগান সিএ (ফতুল্লা)
২৬ মে: ভিক্টোরিয়া-শেখ জামাল (মিরপুর)
২৬ মে: ব্রাদার্স ইউনিয়ন-গাজী গ্রুপ (বিকেএসপি-৩)
২৭ মে: রিজার্ভ ডে

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।