ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কলাবাগানকে নিয়ে সতর্ক গাজী গ্রুপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মে ১৩, ২০১৬
কলাবাগানকে নিয়ে সতর্ক গাজী গ্রুপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পাঁচ ম্যাচে তিন জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সমান ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি কলাবাগান ক্রিকেট একাডেমি।

প্রথম পাঁচ রাউন্ডের ফলাফলেই স্পষ্ট দু’দলের শক্তির ব্যবধান।

তারপরও কলাবাগানকে নিয়ে সতর্ক গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কলাবাগানকে কোনোভাবেই ছোট দল ভাবতে রাজি নন দলটির কোচ, ‘ক্রিকেট সবসময় অনিশ্চয়তার খেলা। এখানে ছোট দল, বড় দল বলে কিছু নেই। যেহেতু এটা একটা লিগ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ প্রতিটি দলের কাছে। কলাবাগান ক্রিকেট একাডেমি খারাপ দল না। আমরা সতর্ক থেকেই জয়ের জন্য মাঠে নামবো। ’

প্রিমিয়ার লিগে কাগজ-কলমের হিসেবকে একপাশে রেখে মাঠের খেলাকেই গুরুত্ব দিচ্ছেন সালাউদ্দিন। তবে সুপার লিগ কিংবা শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে যে এ ম্যাচ জেতার বিকল্প নেই সেটিও জানালেন তিনি, ‘এ বছর লিগে কঠিন সমীকরণ। কাগজে-কলমে আবাহনী সবচেয়ে শক্তিশালী দল। তারাও কিন্তু তিনটা ম্যাচে হেরে গেছে। আমরা দুটি ম্যাচ হেরেছি। এখানে নির্ভার থাকার কোনো অবকাশ নেই। এটা মাস্ট উইন গেম। শিরোপার রেসে থাকতে হলে জিততেই হবে। ’

শনিবার (১৪ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও কলাবাগান ক্রিকেট একাডেমির মধ্যকার এ ম্যাচটি।

ষষ্ঠ রাউন্ডের অন্য দুই ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে লড়বে ক্রিকেট কোচিং স্কুল। ফতু্ল্লায় মাহমুদউল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র।

শনিবারের এ তিন ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা। আগামী ১৬ মে শুরু হবে সপ্তম রাউন্ড। ছয় ম্যাচে পাঁচ জয়ে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুশফিকুর রহিমের মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।