ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দারুণ শতকে লিটনের রানে ফেরা 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
দারুণ শতকে লিটনের রানে ফেরা  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: সুপার লিগের প্রথম ম্যাচেই রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আবাহনী ওপেনার লিটন দাস। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪৮ রানের ইনিংসটিই হয়তো নিজেকে খুঁজে পাবার পথ রচনা করে দিয়েছিল।

যে পথে হেঁটে এবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ১৩৯ রানের অসাধারণ এক ইনিংস খেললেন লিটন।

লিগপর্বের ১১ ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৩৭। গত প্রিমিয়ার লিগে দাপট দেখানো লিটনের ব্যাট যেন ঘুমিয়েই পড়েছিল। হয়তো অপেক্ষা করছিলেন বড় ম্যাচের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেছনের সব গ্লানি যেন মুছে দিলেন তিনি।

বিকেএসপির তিন নম্বর মাঠে মুশফিকুর রহিমের দলের বিপক্ষে লিটনের ১২৫ বলে ১৩৯ রানের ইনিংটি চোখে লেগে থাকার মতো। আরিফুল হকের বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফেরেন নামের পাশে তখন ১৮টি চার ও একটি ছক্কায় ১৩৯ রান। এবারের প্রিমিয়ার লিগে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি লিটনের দ্বিতীয় সেঞ্চুরি।

৬৪ রানে দুই উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গী হন ভারতীয় জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিশেন কার্তিক। ১৬২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় সাকিব-তামিমদের আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে নেমেই অর্ধশতকের দেখা পেয়েছেন কার্তিক। এ রিপোর্ট লেখা অবধি আবাহনীর সংগ্রহ ৪০ ওভারে তিন উইকেটে ২৪৯ রান।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।