ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বলের আঘাতে আহত সোহরাওয়ার্দী শুভ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
বলের আঘাতে আহত সোহরাওয়ার্দী শুভ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ব্যাট করার সময় তাসকিন আহমেদের বলে আঘাত পেয়ে আহত হয়েছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ। মাথার নিচের অংশে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের এই ক্রিকেটার।

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের বিপর্যয়ে নেমে হাল ধরেন শুভ। ভালোই ব্যাট করে যাচ্ছিলেন। কিন্তু তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারে ঘটে দুর্ঘটনা। তাসকিনের গতিসম্পন্ন বাউন্সার আঘাত হানে এ বাঁহাতি ব্যাটসম্যানের হেলমেটের ঠিক নিচে ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন সোহরাওয়ার্দী শুভ। এর পর স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে আসা হয়।

এ রিপোর্ট লেখা অবধি জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। তবে আঘাত কতটা গুরুতর-এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কয়েকদিন ধরেই সাংবাদিকদের মাঝে আলোচনা হচ্ছিলো মিরপুরের উইকেট নিয়ে। কিছু বল নিচে আবার কিছু বল মাত্রারিক্ত উচুতে আসছিল। আনইভেন বাউন্স হওয়াতে অনেক চেষ্টার পরও নিজেকে বলের লাইন থেকে সরাতে পারেননি শুভ।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ১৮ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।