ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের অপেক্ষায় হতাশ সাসেক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
মুস্তাফিজের অপেক্ষায় হতাশ সাসেক্স মুস্তাফিজুর রহমান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মুস্তাফিজুর রহমানের জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছে ইংলিশ কাউন্টি দল সাসেক্স। বাংলাদেশি তারকা পেসার ক্লাবটির দু’জন বিদেশি ক্রিকেটারের মধ্যে অন্যতম।

তবে ভারতের মাটিতে সদ্য আইপিএল শেষে বর্তমানে বিসিবির অধীনে পুনর্বাসনে রয়েছেন তিনি। ফলে তার ইংল্যান্ড ভবিষ্যত অনিশ্চিতই থাকছে।

সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস জানান, মুস্তাফিজের পরিবর্তে অন্য ক্রিকেটার দলে নিতেও তাদের বেশ ভুগতে হচ্ছে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসিও সিপিএল খেলতে চলে গেছে। উইসি মুস্তাফিজের পরিবর্তে দলের হয়ে দুটি ম্যাচে চুক্তি করেছিলেন।

এদিকে আগামী রোববার গ্লস্টশায়ারের বিপক্ষে ম্যাচের আগে অলরাউন্ডার ক্রিস জর্ডানকেও হারিয়েছে সাসেক্স। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সীমিত ওভারের ম্যাচ থাকা জর্ডান জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

ডেভিস বলেন, ‘আমাদের হাতে কয়েকজন ক্রিকেটার ছিল। তবে এখন মুস্তাফিজের বিকল্প পাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে। বড় বড় তারকা ক্রিকেটাররা সিপিএলে চলে যাচ্ছে অথবা তাদের দেশ খেলতে অনুমতি দিচ্ছে না। তাই আমাদের হতাশার জায়গাটা এই যে, টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা সম্ভবত এই মুহূর্তে সেরা বোলারকেই দলে নিয়েছিলাম। তবে তাকে পাচ্ছি না। ’

গত ৯ জুন বাংলাদেশি ফিজিও বায়েজিত ইসলাম জানিয়েছিলেন, মুস্তাফিজের সুস্থ হতে আরও দুই সপ্তাহ সময় লাগবে। তবে গত সপ্তাহে টাইগারদের ট্রেইনার মারিও ভিল্লাভারানে জানান, কাটার মাস্টারের পুরোপুরি সুস্থতা পেতে আরও এক মাস সময়ের প্রয়োজন।

সাসেক্স এর আগে জানিয়েছিল মুস্তাফিজের জন্য অপেক্ষা করতে চায় তারা। অন্তত ১০ জুন পর্যন্ত তাকে পাওয়ার মেয়াদ দেওয়া হয়। সেই সময় পেরিয়ে গেছে। এদিকে, ডেভিস বাংলাদেশি কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে এ প্রসঙ্গে জানালে তিনি মুস্তাফিজের ব্যাপারে সাসেক্সকে আশস্ত করেছিলেন।

ডেভিস আরও জানান, ‘আমি বাংলাদেশি কোচের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদের দুই সপ্তাহের কথা বলেছিলেন। যার সময় হয়েছে এখন। আমরা কোচের সঙ্গে নিয়মিতই কথা বলেছি। এমনকি ফিজিও ও ট্রেইনারের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি খুব দ্রুতই ব্যাপারটির সমাধান হবে। ’

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ২১ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।