ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমির হবে বিশ্বসেরা বোলার: মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আমির হবে বিশ্বসেরা বোলার: মিসবাহ মোহাম্মদ আমির-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেবে মোহাম্মদ আমির। বিশ্বসেরা বোলার হয়ে নিজেকে আবারও প্রমাণ করবে।

এমনটি বিশ্বাস পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের। ইংলিশ সফরে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলার আগে আমির সম্পর্কে হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

 

২০১০ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ড সফর করছে পাকিস্তান। সেবার লর্ডস টেস্টে একটি ‘নো বল’কে কেন্দ্র করে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। পরে ক্রিকেট থেকে পাঁচ বছরের নির্বাসন কাটান তিনি। আগামী ১৪ জুলাই প্রথম টেস্টের মধ্যদিয়ে সেই লর্ডসেই সাদা পোশাকে প্রতাবর্তন ঘটতে যাচ্ছে বাঁহাতি এ পেস তারকার।

মিসবাহ জানান, লর্ডসের সমর্থকদের থেকে আমির মিশ্র প্রতিক্রিয়া পাবে। তবে পারর্ফম করে সবাইকে শান্ত করার ক্ষমতা তার আছে।

মিসবাহ আরও জানান, ‘সে কি দুর্দান্ত বোলিংটাই না করছে। তার সুইং ও বলের নিয়ন্ত্রণ অসাধারণ। আর এমন বোলিং করলে গ্যালারির আওয়াজ শোনার দরকার নেই। ভালো পারর্ফম তাকে বিশ্বের সেরা বোলার বানাবে। ’

২৪ বছর বয়সী আমির ক্রিকেটে ফিরে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে গতি ও খিপ্রতা প্রদর্শন করে তিনি ১৬টি উইকেট তুলে নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।