ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সময়ের হেরফের হলেই কোহলিদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
সময়ের হেরফের হলেই কোহলিদের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অনিল কুম্বলে। সাবেক তারকা এ স্পিনারের প্রশংসায় মেতে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার জানান, বর্তমান দলটি কুম্বলের অধীনে অনেক কিছু শিখতে পারবে।

শচীনের ধারণার সঙ্গে মিলে গেছে কুম্বলের ‘টিম রুল’।

 

নতুন কোচের অধীনে চলতি মৌসুমে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে টিম ইন্ডয়ার। যেখানে ১৭ টেস্টের প্রথম চারটি খেলতে তারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছে।

এক সময়ের সতীর্থকে নিয়ে শচীন জানান, ‘সে (কুম্বলে) অনেক কঠিন সময়ের মধ্যে ক্যারিয়ার পার করেছে। তাই আমার বিশ্বাস সে দলকে সঠিক পথ দেখাতে পারবে। সে ২০ বছরের মতো ক্রিকেট খেলেছে। আর এর সবটুকুই সে খেলোয়াড়দের মাঝে দিতে চাইবে। বর্তমান দলের সদস্যরা তার কাছ থেকে ভালো কিছু শিখবে। ’

আর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঠিক পথ দেখাতে কুম্বলে ইতোমধ্যেই অবশ্য করণীয় কিছু নিয়ম বেধে দিয়েছেন। যেমন, টিম ইন্ডিয়ার কোনো ক্রিকেটার যদি টিম বাস নির্ধারিত সময়ে ধরতে না পারে, তবে গুনতে হবে ৫০ মার্কিন ডলার। সময়ের হেরফের হলেও একই পরিমান জরিমানা করা হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কোহলি বাহিনীর কোনো সদস্য এমনটা নিশ্চয়ই চাইছে না!

তবে, জরিমানার ভয় থাকলেও দলের সদস্যদের পূর্ণ স্বাধীনতা দিতে চাইছেন কুম্বলে। জানিয়ে দিয়েছেন, প্রতি চারদিন পর পর আনুষ্ঠানিক বৈঠক হবে এবং সেখানে ক্রিকেটাররা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, টিমের সব কিছুই অত্যন্ত গোছানো ভাবে সম্পন্ন হচ্ছে। কোচ চাইছেন প্রতিটি ক্রিকেটারকে নিয়মের জালে বন্দি করে পূর্ণ স্বাধীনতা দিতে। কুম্বলে জানেন কোথায় থামতে হবে। দলের সদস্যরা তার নিয়ম মেনে চলছে, তারা স্কুবা ডাইভিং করছে। এই ছোট ব্যাপারগুলোই ক্রিকেটারদের এক করবে।

এবারের ভারতীয় কোচ নির্বাচনে কমিটি প্যানেলে ছিলেন কুম্বলের সতীর্থ টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন। আর কোচ হতে রবি শাস্ত্রীর সঙ্গেও লড়তে হয়েছে কুম্বলেকে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।