ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নসশিপ খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজুর রহমান। বুধবার (২০ জুলাই) বাংলাদেশ বিমানের লন্ডন ফ্লাইটে সকাল ১০টা ৩০ মিনিটে যাত্রা করেন তিনি।

এর আগে ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছিলেন বেশ কয়েকদিন আগেই।   ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত ছিলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তবে ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণে অপেক্ষা বাড়ছিল এ বাঁহাতি পেসারের।

বৃহস্পতিবার (২১ জুলাই) এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষিক্ত হচ্ছেন মোস্তাফিজ। ম্যাচটি শুরু হবে এদিন বাংলাদেশ সময় রাত ১২টায়।

আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া নিয়ে আলোচনা কম হয়নি। আইপিএল থেকে ফিরেছিলেন ইনজুরি নিয়ে। সঙ্গে শারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদ মিলিয়ে তার ইংল্যান্ড যাওয়া অনিশ্চিত মনে হচ্ছিল। সব বাধা টপকে ইংল্যান্ডের পথে যাত্রা করছেন বাংলাদেশ দলের এ বোলিং সেনসেশন।

টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন ‘কাটার মাস্টার’। এরমধ্যে তিনটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৬
এমএমএস/এসকে

** শিখতে চাই, ইংল্যান্ডের ফ্লাইটে ওঠার আগে মোস্তাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।