ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় বর্ষসেরা ক্রিকেটার স্যামুয়েলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
ক্যারিবীয় বর্ষসেরা ক্রিকেটার স্যামুয়েলস ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মারলন স্যামুয়েলস। সেই সঙ্গে তারকা এ ব্যাটসম্যান বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাবও পেয়েছেন।

মঙ্গলবার অ্যান্টিগায় ক্যারিবীয়দের বার্ষিক এক অনুষ্ঠানে স্যামুয়েলসকে সম্মানীত করা হয়।

২০১৫ সালে স্যামুয়েলস ২২টি ওয়ানডে ম্যাচে ৮৫৯ রান করেছেন। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি। এছাড়া ঘরের মাঠে ত্রি-দেশীয় সিরিজে ৩৬.৮৫ গড়ে ২৫৮ রান করেছেন তিনি। যেটি ছিল অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের পর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিবীয়দের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৫৬ রানের টার্গেটে তিনি ৬৬ বলে অপরাজিত ৮৫ রান করেন। ফলে দু’বারই ফাইনালে ম্যাচ সেরা হন তিনি।

ডব্লিউআইসিবি পুরস্কার বিজয়ীরা:

বর্ষসেরা অনূর্ধ্ব -১৯ দল: গায়ানা
     
অনুর্ধ্ব -১৯ প্লেয়ার অফ দ্য ইয়ার: শিম্রোণ হেতমায়ের
     
বছরের প্রথম শ্রেণির টিম: গায়ানা
    
ক্লাবভিত্তিক ৫০ ওভারের বর্ষসেরা ক্রিকেটার: জেসন মোহাম্মদ
     
বর্ষসেরা চারদিনের ক্রিকেটার: ভিরাসামি পারমল
     
বর্ষসেরা ক্যারিবীয়ান টি-২০ ক্রিকেটার: ডোয়াইন ব্রাভো
     
বর্ষসেরা ওডিআই খেলোয়াড়: মারলন স্যামুয়েলস
     
বর্ষসেরা প্রমীলা ক্রিকেটার: স্টেফানি টেইলর
     
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: ড্যারেন ব্রাভো
     
বর্ষসেরা টি-২০ ক্রিকেটার: ক্রিস গেইল
     
বর্ষসেরা নারী টি-২০ ক্রিকেটার: স্টেফানি টেইলর
     
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: জোমেল ওয়ারিকান
     
ডব্লিউআইসিবি আজীবন সম্মাননা পুরস্কার: ক্লারভিস জোসেফ
     
ডব্লিউআইপিএ আজীবন সম্মাননা পুরস্কার: রালস্টোন অতো
     
বর্ষসেরা নারী ক্রিকেটার: স্টেফানি টেইলর
     
বর্ষসেরা ক্রিকেটার: মারলন স্যামুয়েলস

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।