ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা চতুর্থ ম্যাচ জিতে শীর্ষেই সাকিবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
টানা চতুর্থ ম্যাচ জিতে শীর্ষেই সাকিবরা ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে টানা চতুর্থ ম্যাচে জয় পেল জ্যামাইকা তালাওয়াস। এদিন বার্বাডোজ ট্রিডেন্টসকে ৩৬ রানের বড় ব্যবধানে হারায় গেইল-সাকিবরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ১৮ ওভারে গড়ায়।

ঘরের মাঠ স্যাবাইনা পার্কে জ্যামাইকা নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। পরে ১৭.৪ ওভারে ১৫৯ রানে সবক’টি উইকেট হারায় বার্বাডোজ ট্রিডেন্টস।

১৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ডেল স্টেইন ও আন্দ্রে রাসেলদের বোলিং তোপের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বার্বাডোজ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে রান আউটের শিকার হন নিকোলাস পুরান।

জ্যামাইকা বোলারদের মধ্যে চার ওভারে ২৭ রানের বিনিময়ে সর্বোচ্চ চারটি উইকেট পান দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার স্টেইন। এছাড়া দুটি উইকেট পান তিমোরে অ্যালেন। রাসেল তুলে নেন একটি উইকেট। দলের হয়ে এদিন হাত ঘোরাতে দেখা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি জ্যামাইকা। মাত্র আট রানে প্যাভিলিয়নে ফেরেন বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। কিন্তু অধিনায়কের বিদায়ের পর হাল ধরেন আরেক ওপেনার চাদউইক ওয়ালটন ও অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা।

সাবেক লঙ্কান গ্রেট সাঙ্গাকারা ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫০ রান করে আউট হন। তবে মাত্র তিন রানের জন্য টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ওয়ালটন। তিনি ৫৪ বলে নয় চার ও পাঁচটি বিশাল ছক্কায় ৯৭ রান করেন।

এছাড়া দলের হয়ে ৩৪ রান করে অপরাজিত থাকেন রোভম্যান পাওয়েল। সাকিব আল হাসান রানের খাতা খোলার আগেই রান আউটের শিকার হন।

এ নিয়ে সিপিএলে টানা চতুর্থ ম্যাচে (আট ম্যাচে ছয় জয়) জয় পেল জ্যামাইকা। ফলে লিগ টেবিলের শীর্ষেই রয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।