ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তা শঙ্কার মাঝেই জিম্বাবুয়ে সফরে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
নিরাপত্তা শঙ্কার মাঝেই জিম্বাবুয়ে সফরে কিউইরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর মধ্য দিয়ে এ সফরটি নিয়ে সব অনিশ্চয়তার অবসান হলো।

নাগরিক ও অর্থনৈতিক সমস্যার কারণে জিম্বাবুয়ে জুড়ে সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে কিউইদের সেদেশে যাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল।

কেন উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ সদস্যের দল দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে তিনদিনের ওয়ার্মআপ ম্যাচ (২২ জুলাই) খেলতে এখন হারারেতে অবস্থান করছে। আগামী ২৮ জুলাই প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ব্ল্যাক ক্যাপসরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

৬ আগস্ট একই সময়ে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। এর আগে গত বছরের জুলাইয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছিল নিউজিল্যান্ড।

এ মাসের শুরু থেকেই জিম্বাবুয়ের নিরাপত্তা পরিস্থিতি পর্যবক্ষেণ করে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বেকারত্ব ও অপরিশোধিত মজুরির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামে জিম্বাবুয়ের জনগণ। বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারী, ডাক্তার ও শিক্ষকরাও আন্দোলন করেন বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।