ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরীক্ষার জন্য অনেকটাই প্রস্তুত তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
পরীক্ষার জন্য অনেকটাই প্রস্তুত তাসকিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার লিগ ও ঈদের ছুটি কাটিয়ে আবার শুরু হয়েছে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন শুদ্ধ করে তোলার প্রক্রিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে অ্যাকশন শুধরানোর জন্য অনুশীলন শুরু করেন বাংলাদেশ দলের এই পেসার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিসিবির স্থানীয় কোচ মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে শুরু হয়েছিল তাসকিনের ফেরার লড়াই। আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে অ্যাকশন পরীক্ষা দেয়ার জন্য অনেকটাই প্রস্তুত টাইগার এই পেসার।

এখনে পর্যন্ত তাসকিনের সেশন হয়েছে মোট ৯টি।   খুব শিগগিরই ল্যাবে পরীক্ষা দিয়ে ইংল্যান্ড সিরিজের আগে বৈধতা পেতে চান তাসকিন, ‘আমাদের হেড কোচ তো এখন দেশের বাইরে আছেন। তাই এখন বিশেষজ্ঞ কোচের (মাহবুব আলী জাকির) অধীনে আছি। তিনি আমাকে অনেক সাহায্য করছেন। এখানে বোলিং সেশন চলছে, ভিডিও সেশন চলছে। সবমিলিয়ে অনেক কঠিন পরিশ্রম করতে হচ্ছে। কোচরা অনেক সাহায্য করছেন। আর আমিও অনেক খুশি, ভালো উন্নতি হচ্ছে। আশা করি খুব দ্রুতই পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবো, ইনশাআল্লাহ। ’

ইংল্যান্ড সিরিজের আগে ফিরতে পারবেন কিনা-এমন প্রশ্নের জবাবে তাসকিন জানান, ‘আমি আশা করি পারব। সেভাবেই চেষ্টা করবো। চাইনা ইংল্যান্ড সিরিজ মিস হোক। অনেক কঠিন পরিশ্রম করছি যাতে ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা দিয়ে আসতে পারি। আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমতি পাই, যেন আবার সব ধরনের খেলায় ফিরতে পারি। ’

জানা গেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বোলিং পরীক্ষা দেবেন তাসকিন। যদিও এ সিদ্ধান্তের ব্যাপারটি বিসিবির কাছে ছেড়ে দিতে চান এই পেসার, ‘এটা বলা কঠিন যে কবে যাবো। এটা নির্ভর করছে আমার উন্নতির উপর। কোচরা যখন মনে করবেন, বিসিবি যখন মনে করবে, সবকিছু যখন ভালো থাকবে, ইনশাল্লাহ তখনই যাবো। এটুকু জানিয়ে রাখি আর আমার আত্মবিশ্বাস বাড়ছে। ’

বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক বিশ্বকাপের পর কয়েকদিন তাসকিনকে নিয়ে কাজ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাউন্সারেই কেবল তাসকিনের সমস্যা। এজন্য বলের গতি কমাতে হবে কিনা-এ প্রশ্নে   তাসকিন বলেন, ‘যাই হোক না কেন পেসের সাথে কোনো আপোষ করবো না। আমি ফাস্ট বোলার। পেসটাই আমার মূল শক্তি। আল্লাহর রহমতে মেজর কোন সমস্যা নেই। যেভাবে কোচরা বলছেন সেভাবেই চেষ্টা করছি, উন্নতি হচ্ছে। আশা করি যে সমস্যাটা ছিল সেটা আর থাকবে না। ’

তাসকিনের পেস ধরে রেখেই কোচ মাহবুব আলী জাকির তার ট্রেনিং সেশন ডিজাইন করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘তাসকিন হচ্ছে অল এবাউট পেস। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম পেস বোলার। অন্য দশটা দেশের দিকে তাকিয়ে দেখেন, ওই হচ্ছে সবচেয়ে কমবয়সী ফাস্ট বোলার। এই বয়সে ওর কাছে আর কেউ নেই। তাসকিনের মূলশক্তি হচ্ছে পেস। যদি তাসকিনকে ঠিক করতে গিয়ে পেস কমিয়ে ফেলা হয়, তাহলে তাসকিন আর তাসকিন থাকবে না। তাহলে তাকে আর কেউ কেয়ার করবে না। আমার ফাস্ট ফোকাস ছিল তার পেস, তারপর অন্যকিছু। এটার উপরই আমি আমার ডিজাইন করেছি। ’

এ বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। আরফাত সানি অ্যাকশন শুধরানোর কাজ শুরু করেছিলেন জাতীয় দলের স্পিন কোচ রুয়ান কালপাগের অধীনে। ছুটি কাটিয়ে এখনো দেশে ফেরেননি এই শ্রীলঙ্কান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।