ঢাকা: ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মাদ রফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট এবং ওয়ানডেতে ১০০টি উইকেট পাওয়া বাঁহাতি এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএলের মতো টুর্নামেন্টে কোচ হিসেবে কাজ করেছেন।
এবার সে সুযোগ পেলেন রফিক। গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া তরুণ ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষাণার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইপি) প্রোগ্রামে স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এ ক্রিকেটার। দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার চিরচেনা শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢুঁ মেরে গেছেন তিনি।
এর আগে এইচপি ক্যাম্পে পাঁচ দেশি কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি। রফিকের অন্তর্ভুক্তিতে এইচপিতে দেশি কোচের সংখ্যা দাঁড়ালো ছ’য়ে। যদিও এইচপির শুরুতে স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াহিদুল হক গনি। কিন্তু তিনি মূলত লেগ স্পিনার। তাই দেশের তরুণ বাঁহাতি স্পিনারদের গড়ে তুলতেই রফিকের দ্বারস্থ হয়েছে বিসিবি।
এইচপিতে রফিকের অন্তর্ভুক্তি সম্পর্কে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রফিক এইচপিতে স্পিন কনসালটেন্ট (পরার্শক) হিসেবে কাজ করবেন। এইচপিতে আগেই ছিলেন ওয়াহিদুল হক গনি। এখন ওনার সঙ্গে এইচপি ক্যাম্পের শেষ পর্যন্ত থাকবেন রফিক। ’
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি