ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের কন্ডিশনে আমরা খুব ভালো দল: মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
দেশের কন্ডিশনে আমরা খুব ভালো দল: মুমিনুল

ঢাকা: অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের। দুটি টেস্টের সঙ্গে রয়েছে তিনটি ওয়ানডে।

এজন্য বেশ আগেভাগেই ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ওয়ানডেতে নাস্তানাবুদের পর ইংল্যান্ডের বিপক্ষেও অমন কিছুরই প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

তবে ওয়ানডের মতো টেস্টে অতটা উজ্জ্বল হয়ে উঠতে পারেনি টাইগাররা। টেস্টে বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মুমিনুল হক মনে করছেন ওয়ানডের তুলনায় বাংলাদেশ টেস্টে পিছিয়ে থাকলেও হোম কন্ডিশনে টেস্টেও ইতিবাচক ফল আসতে পারে।  

শনিবার (২৩ জুলাই) শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুমিনুল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে এ বাঁহাতি ব্যাটসম্যান জানান, ‘আমাদের দেশের কন্ডিশনে আমরা খুব ভালো দল। ইংল্যান্ড যদি আমাদের দেশে এসে খেলে তাহলে ইতিবাচক ফল আশা করতেই পারি। আমাদের এখন মুস্তাফিজ আছে, সাকিব ভাই আছেন। আমাদের একটা ভালো লেগ স্পিনার থাকলে অনেক ভালো হতো। ওয়ানডের মতো আমরা টেস্টে অতটা ভালো না। হয়তো একটু সময় লাগবে। তবে এই কন্ডিশনে আমরা আপাতত পারবো। ’

প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স ও স্ট্রাইকরেটে দারুণ উন্নতি করে ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও টেস্টেই আসল ফোকাসটা ধরে রাখবেন বলে জানালেন মুমিনুল, ‘অন্য ফরম্যাট নিয়ে আপাতত চিন্তা করছি না। যেভাবে আমাকে টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাতে ওয়ানডেতে ঢুকতে হলে আমার আগে টেস্টে ভালো খেলতে হবে। ওই জায়গাটা শক্ত রেখে আমাকে অন্য ফরম্যাটের কথা চিন্তা করতে হবে। আমার কাছে মনে হয় আমি যদি টেস্টে খুব ভালো পারফর্ম করি তাহলে ভবিষ্যতে কোচ ও নির্বাচকরা ওয়ানডের কথা বিবেচনা করবেন। আগে টেস্ট তারপর...। ’

বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে গত বছরের ‍জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক বছরেরও বেশি সময় পর আবার টেস্ট খেলতে নামবেন মুমিনুল। ইংল্যান্ড সিরিজটা তাই একটু বেশিই কাঙ্খিত এ বাঁহাতির জন্য, ‘আমার কাছে একটু বেশি কাঙ্খিত। কারণ অনেক দিন হলো খেলার মধ্যে (আন্তর্জাতিক ম্যাচ) নেই। ’

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলাটা ইংল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেতে সমস্যা তৈরি করবে কিনা-এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘আমি আশা করি এমন কোনো সমস্যা হবে না। কারণ এর মধ্যে আমি বিসিএল ও জাতীয় লিগ খেলেছি। চার দিনের খেলার মধ্য দিয়ে টেস্ট খেলার মতোই টাচে ছিলাম। অন্যরা ওভাবে খেলেনি। সে অনুযায়ী আমি একটু এগিয়ে থাকবো। ’

বছরে বাংলাদেশ খেলছে মাত্র তিন-চারটা টেস্ট। ব্যাটিংয়ে সবার প্রত্যাশা উপরের দিকে থাকে মুমিনুলকে ঘিরে। সবার যেমন প্রত্যাশা মুমিনুলের নিজেরও তেমনই প্রত্যাশা, ‘আমি বছরে তিন-চারটা টেস্ট খেলার সুযোগ পাই। মানুষের কি রকম আকাঙ্খা তা জানিনা। কিন্তু আমার নিজেরটা অনেক বেশি। কারণ একটা বছরে আর কয়টাই বা টেস্ট পাবো। ওই সময়ে নিজেকে উজাড় করে দেই পারফর্ম করার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।